India vs South Africa at Eden Gardens

পন্থের বুদ্ধি কাজে লাগিয়ে বাভুমার উইকেট কুলদীপের, ঋষভের পরামর্শে বাঁচল একটি রিভিউও

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র তিন রান করে আউট হয়ে গিয়েছেন টেম্বা বাভুমা। তাঁকে আউট করার সময় কুলদীপ যাদব সাহায্য পেয়েছেন ঋষভ পন্থের থেকে। তার আগে পন্থের পরামর্শে একটি রিভিউও বাঁচে ভারতের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৬:৩২
Share:

পন্থের সঙ্গে উল্লাস বুমরাহ, যশস্বীর। ছবি: পিটিআই।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র তিন রান করে আউট হয়ে গিয়েছেন টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে আউট করেছেন কুলদীপ যাদব। তবে সে ব্যাপারে তিনি সাহায্য পেয়েছেন পন্থের থেকেই। ভারতের উইকেটকিপারের পরামর্শেই শর্ট লেগে এক জন ফিল্ডার রেখেছিলেন কুলদীপ। সেখানেই ক্যাচ দেন বাভুমা। তার আগে পন্থের পরামর্শে একটি রিভিউও বাঁচে ভারতের।

Advertisement

১৩তম ওভারে জসপ্রীত বুমরাহের শেষ বলে সামনের পায়ে রক্ষণ করেছিলেন বাভুমা। বল লাগে তাঁর প্যাডে। সঙ্গে সঙ্গে এলবিডব্লিউয়ের আবেদন করেন বুমরাহ। তবে আম্পায়ার সাড়া দেননি। তখন পন্থ এবং বাকিদের সঙ্গে পরামর্শ করেন বুমরাহ। সে সময় পন্থই বলেন রিভিউ না নিতে। কারণ বাভুমা ‘বাওনা’, অর্থাৎ তাঁর উচ্চতা কম। বুমরাহও একই কথা বলেন। তবে তিনি একটি অশ্লীল শব্দও প্রয়োগ করেন। ‘বাওনা’ শব্দের অর্থ বামন। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের উদ্দেশে এমন শব্দ প্রয়োগের জন্য অনেকেই সমালোচনা করেছেন বুমরাহ, পন্থের।

তার পরেই পন্থের বুদ্ধিতে আউট হন বাভুমা। কুলদীপ বল করতে আসার আগে উইকেটের পিছন থেকে পন্থ বলতে থাকেন, “ও সুইপ মারে। আর ও দিকেই (শর্ট লেগে) ক্যাচ যায়। সিঙ্গল আটকাতে নয়, সুইপ আটকাতেই ওকে (ধ্রুব জুরেল) রাখা দরকার। ক্যাচ নেওয়ার জন্যই বলছি।”

Advertisement

ঠিক সেটাই হয়। কুলদীপের ফুল লেংথের একটি বল সামনের পায়ে এগিয়ে এসে খেলতে গিয়েছিলেন বাভুমা। বল তাঁর ব্যাটের ভিতরের কানায় লেগে শর্ট লেগে উঠে যায়। সহজ ক্যাচ ধরেন জুরেল। সঙ্গে সঙ্গে পন্থের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement