Cricket Rule

বদলাচ্ছে ক্রিকেটের একাধিক নিয়ম, আগামী টেস্ট বিশ্বকাপ থেকেই দেখা যাবে বদল, পরিবর্তন এক দিনের ক্রিকেটেও

ক্রিকেটের একাধিক নিয়ম পরিবর্তন করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। লাল বলের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও আসছে নতুন নিয়ম। দু’ধরনের ক্রিকেটেই নতুন নিয়মে প্রথম খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৪:১৭
Share:

—প্রতীকী চিত্র।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আগামী মাস থেকে খেলার নিয়মে কিছু পরিবর্তন আনছে। জুন থেকে পরিবর্তন হবে টেস্ট ক্রিকেটের নিয়ম। ১৭ জুন থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। সেই ম্যাচ থেকেই চালু হবে নতুন নিয়ম। জুলাই থেকে পরিবর্তন হবে সাদা বলের ক্রিকেটের নিয়মেও।

Advertisement

আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে নতুন নিয়ম চালু হবে। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। গলের সেই ম্যাচ থেকে শুরু হবে কনকাসন সাবের নতুন নিয়ম। এ বার থেকে যে কাউকে কনকাসন সাব হিসাবে নামানো যাবে না। খেলা শুরুর আগে ম্যাচ রেফারির কাছে দলগুলিকে পাঁচ জন ক্রিকেটারের তালিকা জমা দিতে হবে। সেই তালিকায় এক জন ব্যাটার, এক জন উইকেটরক্ষক, এক জন জোরে বোলার, এক জন স্পিনার এবং এক জন অলরাউন্ডার থাকবেন। সেই তালিকা থেকেই উপযুক্ত পরিবর্ত ক্রিকেটার নামাতে হবে। যেমন কোনও স্পিনার আহত হলে তাঁর পরিবর্তে ব্যাটার নামানো যাবে না। তালিকায় থাকা স্পিনারকেই নামাতে হবে। কনকাসন সাবের ব্যাপারে পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি।

এক দিনের ক্রিকেটেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে আইসিসি। এত দিন এক দিনের ম্যাচের প্রতিটি ইনিংস খেলা হত দু’টি বলে। পিচের দু’প্রান্ত থেকে দু’টি বল ব্যবহার করা হত। একেকটি বলে খেলা হত ২৫ ওভার করে। এ বার থেকে ৩৪ ওভার পর্যন্ত আগের মতোই দু’টি বল ব্যবহার করা হবে। ৩৫তম ওভার থেকে একটি বলে খেলা হবে। ১৭ ওভার করে ব্যবহারের পর যে বলটি অপেক্ষাকৃত ভাল অবস্থায় থাকবে, সেটি দিয়ে বাকি ১৬ ওভার খেলা হবে। বৃষ্টি বা অন্য কোনও কারণে ওভারের সংখ্যা কমে ২৫ বা তার কম হলে, পুরো ইনিংসই খেলা হবে একটি বলে।

Advertisement

ইনিংসের কোনও সময় বল পরিবর্তন করতে হলে, তুলনায় ভাল বল পাওয়ার সম্ভাবনা থাকবে না। যে বলটি পরিবর্তনের প্রয়োজন হবে, সেটি দিয়ে যত ওভার খেলা হয়েছে, অন্তত তত ওভার খেলা হওয়া বলই পাওয়া যাবে পরিবর্ত হিসাবে। যে বলে ৩৪ ওভারের পর খেলা হবে না, সেই বলটিও প্রয়োজনে পরিবর্ত হিসাবে ব্যবহার করার সুযোগ থাকবে। এক দিনের ক্রিকেটের নতুন নিয়মও শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ় থেকে। আগামী ২ জুলাই প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

এ ছাড়াও বাউন্ডারি লাইনে ক্যাচ ধরা এবং ডিআরএস নেওয়ার নিয়মেও কিছু পরিবর্তন করার কথা জানিয়েছে আইসিসি। কী পরিবর্তন করা হবে, তা এখনও জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement