ICC Women's World Cup

ICC women’s World cup 2022: বাকি মাত্র দু’টি ম্যাচ, মিতালিদের সেমিফাইনালে যাওয়ার আশা এখনও আছে কি

মিতালিদের পরের ম্যাচ ২২ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে। শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭ মার্চ। এই দুই ম্যাচ জিততেই হবে সেমিফাইনালে যেতে হলে। ভারত হেরে গেলে সুবিধা হবে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের। তাদের কাছে সুযোগ চলে আসবে সেমিফাইনালে যাওয়ার। নিউজিল্যান্ডের ম্যাচ বাকি ইংল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বাকি পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৫:১০
Share:

অস্ট্রেলিয়ার কাছে হেরে রাস্তাটা কঠিন করে ফেললেন মিতালিরা। ছবি: পিটিআই

মেয়েদের বিশ্বকাপে গত বারের রানার্স ছিল ভারত। এ বার মিতালি রাজদের সেমিফাইনালে ওঠার রাস্তাটাই কঠিন মনে হচ্ছে। শনিবার অস্ট্রেলিয়ার কাছে হেরে রাস্তাটা কঠিন করে ফেললেন মিতালিরা।

এখনও পর্যন্ত সব ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকাও সব ম্যাচ জিতেছে। ৪ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। এই দুই দলের সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত। তৃতীয় এবং চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে ভারত, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এখনও পর্যন্ত সব ম্যাচ হারা পাকিস্তানের পক্ষে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বাংলাদেশ এবং ইংল্যান্ড একটি করে ম্যাচ জিতে খাতায় কলমে এখনও আশা জাগিয়ে রেখেছে।

Advertisement

শেষ দু’টি ম্যাচে ভারত মুখোমুখি হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার। সেই দুই ম্যাচে জিততেই হবে মিতালিদের। ভারতের সুবিধা নেট রানরেটের হিসেবে বাকিদের থেকে কিছুটা সুবিধাজনক জায়গায় থাকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর ভারতের নেট রানরেট ০.৪৫৬। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ পয়েন্ট, নেট রানরেট -০.৯৩০। নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ পয়েন্ট এবং নেট রানরেট -০.২১৬। তবে ওয়েস্ট ইন্ডিজ একটি ম্যাচ কম খেলেছে। তাই সেমিফাইনালে যাওয়ার পথ মসৃণ করতে এখনও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে তারা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ইংল্যান্ড এবং বাংলাদেশ চারটি করে ম্যাচ খেলে জিতেছে একটি করে। ২ পয়েন্ট করে পেয়েছে। শেষ তিন ম্যাচ জিতলেও তাদের হবে ৮ পয়েন্ট। সেমিফাইনালে যাওয়ার জন্য তা যথেষ্ট হবে না বলেই মনে করা হচ্ছে।

Advertisement

মিতালিদের পরের ম্যাচ ২২ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে। শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭ মার্চ। এই দুই ম্যাচ জিততেই হবে সেমিফাইনালে যেতে হলে। ভারত হেরে গেলে সুবিধা হবে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের। তাদের কাছে সুযোগ চলে আসবে সেমিফাইনালে যাওয়ার। নিউজিল্যান্ডের ম্যাচ বাকি ইংল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বাকি পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

ভারত বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করেছিল পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে। তবে পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬২ রানে হেরে দুর্দান্ত শুরুর আনন্দ কিছুটা ফিকে হয়ে যায়। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৫ রানে বিশাল জয় আবার মনোবল বাড়িয়ে দেয় ভারতের। কিন্তু পরের ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে ফের বিপদ বাড়ে মিতালিদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শনিবারের হার সেমিফাইনালের রাস্তাটাই কঠিন করে দিল ভারতের জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন