ODI cricket new rule

এক দিনের ক্রিকেটে চালু হয়ে গেল নতুন নিয়ম, সুবিধা নিতে পারল না বাংলাদেশ

কিছু দিন আগেই এক দিনের ক্রিকেটে একটি নতুন নিয়ম চালু করেছিল আইসিসি। সেই নিয়ম ২ জুলাই শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ থেকে চালু হয়ে গেল। সুবিধা পেয়েও নিয়মের ফায়দা তুলতে পারল না বাংলাদেশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৭:১৭
Share:

শ্রীলঙ্কার শতরানকারী চারিত আসালঙ্ক। ছবি: সমাজমাধ্যম।

কিছু দিন আগেই এক দিনের ক্রিকেটে একটি নতুন নিয়ম চালু করেছিল আইসিসি। সেই নিয়ম ২ জুলাই শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ থেকে চালু হয়ে গেল। সুবিধা পেয়েও নিয়মের ফায়দা তুলতে ব্যর্থ বাংলাদেশ।

Advertisement

এত দিন এক দিনের ক্রিকেটে দু’দিক থেকে দু’টি নতুন বল ব্যবহার করা হত। গোটা ম্যাচেই সেটা বজায় থাকত। নতুন নিয়ম অনুযায়ী, ৩৪ ওভারের পর থেকে একটিই বল ব্যবহার করা হবে। যে দু’টি নতুন বল দিয়ে খেলা শুরু হবে, তার মধ্যে থেকে একটি বেছে নিতে পারবেন ফিল্ডিং দলের অধিনায়ক।

অতীতে দু’টি নতুন বলে খেলানোর জন্য সমালোচিত হয়েছিল আইসিসি। গৌতম গম্ভীর, রবিচন্দ্রন অশ্বিনের ক্রিকেটার অভিযোগ করেছিলেন, এর ফলে এক দিনের ক্রিকেটে ফিঙ্গার স্পিনারেরা (যাঁরা আঙুল দিয়ে বল ঘোরান) সুবিধা পাচ্ছেন না। রিভার্স সুইংও হচ্ছে না। ব্যাটিং করা অনেক সহজ হয়ে যাচ্ছে। সেটা ঠিক করতেই আইসিসি নিয়ম বদলেছে।

Advertisement

তবে বুধবারের ম্যাচে বাংলাদেশ সুবিধা তুলতে পারেনি। শ্রীলঙ্কার প্রথম পাঁচটি উইকেট পড়ে গিয়েছিল ৩৪ ওভারের মধ্যে। তখন তাদের স্কোর ছিল ১৫৩। পরের পাঁচটি উইকেট ফেলতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। শ্রীলঙ্কা আরও ৯০ রান তুলে ফেলে। চারিত আসালঙ্ক শতরান করেন। শ্রীলঙ্কার বোলারেরা অবশ্য বাড়তি সুবিধা পাননি। কারণ ৩৪ ওভার হওয়ার আগেই বাংলাদেশের ন’টি উইকেট পড়ে গিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement