Chris Gayle and IHPL

ভূস্বর্গে ক্রিকেট-দুর্নীতি! রাতারাতি উধাও লিগের আয়োজকেরা, টাকা না দেওয়ায় হোটেলে আটকে ক্রিস গেল

ভারতে রমরমিয়ে বাড়ছে ব্যক্তিগত লিগের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতিও। তেমনই দেখা গেল জম্মু এবং কাশ্মীরে। রাতারাতি উধাও একটি ক্রিকেট লিগের আয়োজকেরা। হোটেলে আটকে রয়েছেন ক্রিস গেল, জেসি রাইডারের মতো ক্রিকেট তারকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৯:২৪
Share:

কাশ্মীরে খেলতে গিয়ে বিপদে গেল। — ফাইল চিত্র।

ভারতে রমরমিয়ে বাড়ছে ব্যক্তিগত লিগের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতিও। তেমনই দেখা গেল জম্মু এবং কাশ্মীরের শ্রীনগরে। রাতারাতি উধাও হয়ে গেলেন একটি ক্রিকেট আয়োজকেরা। হোটেলে অর্থ না মেটানোয় আটকে রয়েছেন ক্রিস গেল, জেসি রাইডারের ক্রিকেট তারকারা।

Advertisement

অক্টোবরের শেষ সপ্তাহে শ্রীনগরে শুরু হয়েছিল ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ (আইএইচপিএল)। আয়োজন করছিল মোহালির সংস্থা যুব সোসাইটি। গেল, ডেভন স্মিথ, রাইডার, শাকিব আল হাসানের ছবি দেওয়া বিলবোর্ডে ছেয়ে গিয়েছিল শহর। বলা হয়েছিল, এই তারকারা লিগে খেলবেন। ৮ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল লিগ।

বেশির ভাগ ম্যাচ খেলা হয়েছে বক্সী স্টেডিয়ামে। ম্যাচের মাঝে লাউডস্পিকারে গান বাজিয়ে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা হয়েছে। গত শনিবার আচমকাই লিগ বন্ধ হয়ে যায়। টাকা না দেওয়ায় খেলতে অস্বীকার করেন ক্রিকেটারেরা। তখনই আয়োজকেরা উধাও হয়ে যান। তার আগে হোটেলে নির্দেশ দিয়ে যান, টাকা না মেটালে যেন ক্রিকেটারদের না ছাড়া হয়।

Advertisement

ইংরেজ আম্পায়ার মেলিসা জুনিপারের জন্য এই ঘটনা প্রকাশ্যে এসেছে। তিনি জানান, কোনও অর্থ দেওয়া হয়নি। হোটেলের কর্মচারীরা জানিয়েছেন, আয়োজকদের খোঁজ পাওয়া যাচ্ছে। পুলিশ হোটেলে এলেও তারা কী ব্যবস্থা নিয়েছে তা এখনও জানা যায়নি।

গত বছর কাশ্মীরে লেজেন্ডস ক্রিকেট লিগে খেলেছিলেন গেল। সে বার প্রচুর মানুষ ভিড় করেছিলেন খেলা দেখতে। তা দেখে আইএইচপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। জম্মু ও কাশ্মীর ক্রীড়া সংস্থাকে অর্থ দিয়ে বক্সী স্টেডিয়াম ভাড়া নেওয়া হয়। আটটি দল গঠন হয় লিগে খেলার জন্য। প্রতিটি দলে একজন করে আন্তর্জাতিক ক্রিকেটার রাখার নিয়ম করা হয়েছিল।

তবে অনেক চেষ্টা সত্ত্বেও লিগের খেলা দেখতে সে ভাবে লোক হচ্ছিল না। টিকিটে বিপুল ছাড় দিয়ে এবং স্থানীয় নেটপ্রভাবী উমর জ়‌ারগারকে দিয়ে প্রচার করিয়েও স্টেডিয়াম দর্শক আনা যায়নি। প্রশ্ন ওঠে, এ রকম লিগ আয়োজনের কোনও অভিজ্ঞতা নেই এমন সংস্থাকে কী ভাবে দায়িত্ব দেওয়া হয়। জম্মু ও কাশ্মীর ক্রীড়া সংস্থার সচিব নুজ়‌হত গুল জানান, আয়োজকেরা যাবতীয় অর্থ দিয়েছিলেন বলেই তাঁদের স্টেডিয়াম ভাড়া দেওয়া হয়েছিল। এর সঙ্গে রাজ্যের ক্রিকেট সংস্থার কোনও যোগাযোগ নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement