India vs Pakistan

সুপার ফোরের সম্ভাব্য লড়াইয়ের আগে দুবাইয়ে আরও এক বার মুখোমুখি ভারত এবং পাকিস্তানের ক্রিকেটারেরা! কী ভাবে?

আগামী রবিবার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে আবার মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। তার আগেই আরও এক বার মুখোমুখি হল দুই দল। সেটাও হল দুবাইয়েই। কী ভাবে হল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:২১
Share:

রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচের একটি মুহূর্ত। ছবি: পিটিআই।

আগামী রবিবার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে আবার মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। তার জন্য অবশ্য সলমন আলি আঘাদের জিততে হবে বুধবার আমিরশাহির বিরুদ্ধে। তার আগেই আরও এক বার মুখোমুখি হল দুই দল। সেটাও হল দুবাইয়েই।

Advertisement

তবে কোনও ম্যাচে নয়, দুই দল মুখোমুখি হয়েছে অনুশীলনে। দুই দলের অনুশীলনের মাঠ ছিল আইসিসি অ্যাকাডেমির ওভাল ১ এবং ওভাল ২-এ। ভারত অনুশীলন শুরু করে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে। পাকিস্তান আসে ৮টা নাগাদ। তত ক্ষণে ভারতের অনুশীলন প্রায় শেষ হয়ে এসেছে।

তা সত্ত্বেও প্রায় ৭০ মিনিট পাশাপাশি দু’টি মাঠে অনুশীলন করেছে দুই দল। দু’দলের সাজঘরও ছিল পাশাপাশি। ভারতের অনুশীলন শেষ হওয়ার আগেই দু’দলের সাজঘর এবং অনুশীলনের মাঝের অংশে একটি সাদা কাপড় টাঙিয়ে দেওয়া হয়। ফলে দু’দেশের ক্রিকেটারেরাই একে অপরকে দেখতে পাননি।

Advertisement

ভারতের অনুশীলন শেষ হওয়ার পর তারা পাকিস্তানের অনুশীলন মাঠের পাশ দিয়েই বেরিয়ে যান। এক মুহূর্তের জন্য তাকালেও কোনও ভারতীয় ক্রিকেটার থেমে গিয়ে অনুশীলন দেখেননি। আগে আমিরশাহি বা ওমান অনুশীলন করার সময় ভারতীয় ক্রিকেটারদের কয়েক জনকে দাঁড়িয়ে পড়ে অনুশীলন দেখতে দেখা গিয়েছিল। পাকিস্তানের জন্য কেউ দাঁড়াননি। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যেও ভারতীয়দের নিয়ে কোনও আগ্রহ দেখা যায়নি। তাঁরা নিজেদের মতো অনুশীলন চালিয়ে গিয়েছেন।

অনুশীলনে পাকিস্তানের ক্রিকেটারদের কিছু ক্ষণ ফুটবল খেলতে দেখা যায়। একে অপরের সঙ্গে পাসিং ফুটবল খেলেন। পরে বোলিং কোচ অ্যাশলে নফকে ক্রিকেটারদের আরও কাছাকাছি এনে পাস খেলতে বলেন। আবরার আহমেদ চমকে দেন বাইসাইকেল কিক মেরে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ধাঁচে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় হ্যারিস রউফকে। মোটের উপর পাকিস্তানের অনুশীলনে হাসিখুশি মেজাজ ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement