শতরানের পর প্রতিকা রাওয়াল। ছবি: পিটিআই।
এক দিনের বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ৫০ ওভারের ক্রিকেটে দ্বিতীয় শতরান করলেন প্রতিকা রাওয়াল। একই সঙ্গে এক দিনের ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন ভারতীয় মহিলা দলের ওপেনার। দলের প্রয়োজনের সময় ১২২ রানের ইনিংস খেলতে পেরে উচ্ছ্বসিত তিনি। ভারতের ইনিংসের পর উচ্ছ্বাস গোপন করেননি।
বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিকা বলেছেন, ‘‘এক দিনের ক্রিকেটে দ্রুততম ১০০০ রান পূর্ণ করার কৃতিত্ব অর্জন করেছি, এই ব্যাপারটা জানতামই না। সত্যিই আমার ধারণা ছিল না। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলগত ভাবে আমরা ভাল ভাবে শুরু করতে পারায় বেশি ভাল লাগছে। স্মৃতি মন্ধানার শতরানের ইনিংসটা দুর্দান্ত। আমি চেষ্টা করেছি, যতটা সম্ভব বেশি সময় ২২ গজে থাকার। লম্বা ইনিংস খেলার কথা ভেবেই মাঠে নেমেছিলাম। শুধু সেটাই চেষ্টা করেছি।’’
নিজের ইনিংস নিয়ে প্রতিকা আরও বলেছেন, ‘‘শুরুতে ব্যাটে-বলে ঠিক মতো হচ্ছিল না। টাইমিংয়ের সমস্যা হচ্ছিল। তবু পিচে পড়ে থাকতে চেয়েছিলাম। একটু ধরে খেলছিলাম। সময় নিচ্ছিলাম। আমরা ইনিংসটা যে ভাবে শেষ করেছি, সেটাও দারুণ হয়েছে। সব মিলিয়ে আমরা ভালই ব্যাট করেছি।’’
প্রতিকার ১৩৪ বলের ইনিংসে রয়েছে ১৩টি চার এবং ২টি ছক্কা। পরের দিকে দ্রুত রান তোলার দিকে মন দেন তিনি। প্রথম উইকেটে মন্ধানার সঙ্গে ২১২ রানের জুটি তৈরি করেন।