ICC Champions Trophy 2025

দিল্লির ছেলের মতোই ৩০০তম ম্যাচ খেলতে চান কোহলি, অর্থ বুঝিয়ে দিলেন গম্ভীর

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৩০০তম এক দিনের ম্যাচ কোহলির। মাইলফলক ছোঁয়ার এই ম্যাচে দিল্লির ছেলেদের মতোই খেলতে চান তিনি। তাঁর বক্তব্যের মানে ব্যাখ্যা করেছেন কোচ গৌতম গম্ভীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৪:৪৮
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৩০০তম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন বিরাট কোহলি। ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরান করার পর আত্মবিশ্বাসী কোহলি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বাস গোপন করেননি।

Advertisement

দিল্লির ছেলে হিসাবে গর্বিত কোহলি। নিজেকে সে ভাবেই উপস্থিত করতে পছন্দ করেন। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি প্রশ্ন করা হয়, ৩০০তম এক দিনের ম্যাচে মাঠে নামার আগে কি চাপে আছেন? উত্তরে কোহলি বলেছেন, ‘‘জানি না আমাকে সব সময় দিল্লির ছেলেদের মত মনে হয় কিনা। তবে আমি দিল্লির ছেলেদের মতোই। যে কোনও বিষয় চাপহীন থাকার চেষ্টা করি। জীবনে নানা অভিজ্ঞতা হয়। বহু জায়গায় যেতে হয়। নিশ্চিত করে বলতে পারব না, সব ক্ষেত্রেই দিল্লির ছেলেদের মতো থাকতে পারি। তবে এ ক্ষেত্রে আমি এক দম দিল্লির ছেলে।’’ কোহলি বুঝিয়ে দিয়েছেন, ৩০০তম এক দিনের ম্যাচ খেলার আগে তিনি চাপে নেই।

কোহলিকে ৩০০তম ম্যাচের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তিনি বলেছেন, ‘‘দিল্লির মানসিকতা খুব সাধারণ। ক্রিকেট মাঠে নামলে প্রত্যেক সময় জেতার চেষ্টা করি আমরা। দিল্লির হয়ে ছোটবেলায় খেলার সময়ই আমাদের মধ্যে এই মানসিকতা তৈরি করে দেওয়া হয়।’’

Advertisement

কোহলির ৩০০তম ম্যাচে উপস্থিত থাকবেন তাঁর স্ত্রী এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। গ্যালারিতে থাকবেন তাঁর দাদা বিকাশ কোহলিও। রবিবারই তাঁরা দুবাই পৌঁছেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement