শ্রীলঙ্কা ম্যাচে উচ্ছ্বাস কোহলিদের। ছবি: পিটিআই।
বিশ্বকাপের প্রথম দল হিসাবে সেমিফাইনালে চলে গেল ভারত। এ বারের প্রতিযোগিতায় সাতটির মধ্যে সাতটি ম্যাচেই জিতল তারা। ভারতের পয়েন্ট হল ১৪। পরের দু’টি ম্যাচে হারলেও ভারত এক থেকে চারের মধ্যে কোনও একটি জায়গায় নিশ্চিত ভাবেই শেষ করবে। ভারতকে সরানোর সম্ভাবনা আর কোনও দলের নেই।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০২ রানে জিতেছে ভারত। মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের জোরে বোলিংয়ের সামনে কোনও বাধাই গড়ে তুলতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটারেরা। এক সময় মনে হচ্ছিল লজ্জার হার দেখতে হবে শ্রীলঙ্কাকে। কিন্তু পরের দিকের ব্যাটারেরা সামান্য প্রতিরোধ দেখানোয় বিশ্বকাপের সর্বনিম্ন স্কোরের লজ্জা এড়ানো গেল।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
বিশ্বকাপে রোহিত শর্মার দল প্রথম ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে। সেই ম্যাচ ৬ উইকেটে জিতেছিল তারা। এর পর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে, আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে, পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে, ধর্মশালায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে, লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে জিতেছে তারা। তার পরে সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে এল বড় ব্যবধানে জয়।
গত বারের বিশ্বকাপে সবার উপরে শেষ করেছিল ভারত। ৯ ম্যাচে তাদের ছিল ১৫ পয়েন্ট। ৭টি ম্যাচে জিতেছিল, একটি হেরেছিল। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচেই কার্যত ঠিক হয়ে যাবে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় এক নম্বরে কোন দল শেষ করবে।