ICC Women\'s ODI World Cup

বিশ্বকাপ জেতার সবচেয়ে ভাল সুযোগ রয়েছে ভারতের, বললেন স্বপ্ন পূরণ করে ফেলা হরমনপ্রীত, শ্রীলঙ্কাও চায় এশীয় দেশের ট্রফিজয়

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। প্রথম ম্যাচেই নামছে ভারত। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। হরমনপ্রীত কউর জানালেন, বিশ্বকাপ জেতার সবচেয়ে ভাল সুযোগ রয়েছে ভারতের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৪
Share:

অনুশীলনে হরমনপ্রীত কউর। ছবি: পিটিআই।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। প্রথম ম্যাচেই নামছে ভারত। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে ম্যাচ খেলতে নামার আগের দিন হরমনপ্রীত কউর জানালেন, বিশ্বকাপ জেতার সবচেয়ে ভাল সুযোগ রয়েছে ভারতের। বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিতে পেরে তাঁর যে স্বপ্ন পূরণ হয়েছে, এটাও জানাতে ভোলেননি।

Advertisement

শুধু ঘরের মাঠে খেলতে নামা নয়, ভারতের ফর্মও বিশ্বকাপ জেতাতে পারে বলে মত হরমনপ্রীতের। বলেছেন, “আমাদের খুব ভাল সুযোগ রয়েছে। ঘরের মাঠে খেলব বলে বলছিল না। সাম্প্রতিক অতীতে আমরা যে পরিমাণ ম্যাচ খেলেছি এবং জিতেছি তাতেই বোঝা গিয়েছে আমাদের দলের গভীরতা কতটা। ব্যাটিং হোক বা বোলিং, সব বিভাগে অনেক উন্নতি করেছি আমরা। সুযোগ রয়েছে। তবে কাল প্রথম ম্যাচ। আপাতত ফোকাস সেখানেই।”

প্রথম বার দেশকে এক দিনের বিশ্বকাপে নেতৃত্ব দিতে চলেছেন হরমনপ্রীত। এই অভিজ্ঞতা জীবনে ভুলতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। হরমনের কথায়, “অনেক দিন ধরে নেতৃত্ব দিচ্ছি। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই প্রথম বার এক দিনের বিশ্বকাপে নেতৃত্ব দেব। জানি আইসিসি প্রতিযোগিতায় কী ভাবে এগোতে হয়। এক দিনের বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া স্বপ্ন ছিল। সেটা পূরণ হয়েছে। এ বার নিজেদের সেরাটা দেব।”

Advertisement

দু’বার এক দিনের বিশ্বকাপের ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারেনি ভারত। ২০০৫-এ অস্ট্রেলিয়া, ২০১৭-য় ইংল্যান্ডের কাছে হেরেছে। তবে নিজেদের ফর্মে ভরসা রাখছেন হরমন। বলেছেন, “আগের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনেক এক দিনের ম্যাচ খেলেছি। জিতেওছি অনেক। বহু বার ৩০০-র বেশি রান তুলেছি। তাই ইতিবাচক দিক অনেক আছে। বিশ্বকাপের আগে এই ফর্ম আত্মবিশ্বাস জোগাবে। দলের সকলে নিজেদের ভূমিকা জানে। মহিলাদের ক্রিকেটে অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি করেছি। সেগুলোই আমাদের সম্বল।”

এ দিকে, শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আটাপাট্টু জানিয়েছেন, এশিয়ার কোনও দল বিশ্বকাপ জিততে পারলে তিনি খুশি হবেন। ভারত তো দূর, এশিয়ার কোনও দেশের হাতেই আজ পর্যন্ত এই ট্রফি ওঠেনি। অস্ট্রেলিয়া (৭), ইংল্যান্ড (৪) এবং নিউ জ়িল্যান্ড (১)— এই তিনটি দেশই মহিলাদের বিশ্বকাপ জিতেছে।

আটাপাট্টুর কথায়, “এশীয় হিসাবে এই ট্রফি কোনও এশীয় দলের হাতেই দেখতে চাই। সেটা শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান যে কেউ হতে পারে। এশিয়ায় খেলা আমাদের কাছে বিশেষ ব্যাপার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement