India Wins Asia Cup

ভারতকে ফাইনালে জিতিয়ে পাক ক্রিকেটারদের খুঁজছেন তিলক, না পেয়ে বললেন, ভারতমাতা কি জয়!

এশিয়া কাপ ফাইনালে ভারতের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিলক বর্মা। চাপে পড়েও টান টান ম্যাচে তাঁর ব্যাটেই জিতেছে ভারত। সেই তিলক জানালেন, ম্যাচের মাঝে পাকিস্তান ক্রিকেটারদের টিটকিরি শুনতে হয়েছে তাঁকে। ব্যাটেই তার জবাব দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৭
Share:

ম্যাচের সেরার ট্রফি হাতে তিলক বর্মা। ছবি: পিটিআই।

এশিয়া কাপ ফাইনালে ভারতের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিলক বর্মা। চাপে পড়েও টান টান ম্যাচে তাঁর ব্যাটেই জিতেছে ভারত। সেই তিলক জানালেন, ম্যাচের মাঝে পাকিস্তান ক্রিকেটারদের টিটকিরি শুনতে হয়েছে তাঁকে। ব্যাটেই তার জবাব দিয়েছেন তিনি।

Advertisement

রবিবার রিঙ্কু সিংহ চার মেরে দলকে জেতান। তার পরেই তিলককে দেখা যায় ব্যাট ফেলে হেলমেট খুলে মাঠে দৌড়তে। পাকিস্তানের ফিল্ডারদের দিকে তাকিয়ে চেঁচাতেও দেখা গিয়েছে তাঁকে। তখন তিলকের এই আগ্রাসী উচ্ছ্বাসের কারণ বোঝা না গেলেও তার রহস্য পরে খোলসা হয়।

ম্যাচের পর সমাজমাধ্যমে তিলকের ব্যাটিংয়ের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানে পাকিস্তানের উইকেটকিপার মহম্মদ হ্যারিসকে শোনা গিয়েছে তিলককে স্লেজিং করছেন। হ্যারিস চেঁচিয়ে বলেন, “এটা মুম্বই (ইন্ডিয়ান্স) নয়। এটা আইপিএল নয়।” ওই টিটকিরিই তাতিয়ে দিয়েছে তিলককে।

Advertisement

ম্যাচের পর শিবম দুবের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, “আমি চেয়েছিলাম ব্যাট দিয়ে জবাব দিতে। ওরা বড্ড বেশি বকবক করছিল। ঠিক করেছিলাম ব্যাট দিয়েই এটার জবাব দিতে হবে। এখন আর কোথাও ওদের দেখতে পাচ্ছি না।” কথা বলেই এ দিক-ও দিক পাকিস্তানের ক্রিকেটারদের খুঁজতে থাকেন তিলক। কেউ ছিলেন না সেখানে।

শিবম জানান, তিনিও একই কাজ করেছেন। তাঁর কথায়, “তোমার মতো আমার ব্যাটও আজ কথা বলেছে। তবে আমাকে উদ্দেশ্য করে খুব একটা কিছু বলেনি ওরা।”

তিলক জানিয়েছেন, আরও একটি জিনিস উদ্বুদ্ধ করেছে তাঁকে। তাঁর কথায়, “স্টেডিয়ামে অনেকে বন্দে মাতরম বলে চিৎকার করছিলেন। ওটা শুনেই চাঙ্গা হয়ে গিয়েছিলাম। আমি একটাই কথা বলতে চাই, ভারতমাতা কি জয়।”

হার্দিক পাণ্ড্যের বদলে এ দিন নতুন বলে বল করার দায়িত্ব ছিল শিবমের উপর। সেই দায়িত্ব ভাল ভাবেই পালন করেছেন তিনি। সেই প্রসঙ্গে বলেছেন, “ভাল বল করার পিছনে অনেক পরিশ্রম রয়েছে। দলের সকলে সমর্থন করেছে। দল পরিচালন সমিতিও খুব সাহায্য করেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে ভাল খেলার সুযোগ ছিল। বেশ মজা পেয়েছি বল করে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement