India Wins Asia Cup

পাক সাংবাদিকের সঙ্গে লেগে গেল সূর্যের! বিতর্কিত প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ভারত অধিনায়কের, ‘আপনার রাগ হচ্ছে তাই না?’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নাটক শেষে তিনি এসে বসেছিলেন সাংবাদিক বৈঠকে। তখনই পাকিস্তানের এক সাংবাদিক বিতর্কিত প্রশ্ন করেন সূর্যকুমার যাদবকে। ভারতের অধিনায়ক সেই প্রশ্নের উত্তর দেননি। ঘুরিয়ে সেই সাংবাদিককেই কটাক্ষ করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৮
Share:

সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

এশিয়া কাপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নাটক শেষে তিনি এসেছিলেন সাংবাদিক বৈঠকে। পাকিস্তানের এক সাংবাদিক বিতর্কিত প্রশ্ন করেন সূর্যকুমার যাদবকে। ভারত অধিনায়ক সেই প্রশ্নের উত্তর দেননি। ঘুরিয়ে সেই সাংবাদিককেই প্রশ্ন করেন, তাঁর আচরণে রাগ হচ্ছে কি না।

Advertisement

পাকিস্তানি সাংবাদিকের প্রশ্ন ছিল গোটা প্রতিযোগিতায় সূর্যের আচরণ নিয়ে। তার মধ্যে করমর্দন-বিতর্ক থেকে ছবি না তোলার প্রসঙ্গ ছিল। তিনি জিজ্ঞাসা করেছিলেন, “আজ আপনারা চ্যাম্পিয়ন হলেন, ভাল খেললেন। কিন্তু প্রশ্ন হল, গোটা প্রতিযোগিতায় পাকিস্তান দলের সঙ্গে আপনারা যে ব্যবহার করেছেন সেটা নিয়ে। হাত মেলাননি, ট্রফি নিয়ে ছবি তোলেননি, তার পর যে সাংবাদিক বৈঠক করেছেন, তা রাজনৈতিক। আপনিই প্রথম অধিনায়ক, যিনি ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে দিয়েছেন।”

সূর্যকুমার বুঝতেই পারেননি তাঁকে কী প্রশ্ন করা হয়েছে। কিছু ক্ষণ চুপ করে থেকে তিনি বলেন, “জবাব দেব কি দেব না? আপনি খুব রেগে আছেন তাই না? আপনার প্রশ্নটাই তো বুঝতে পারলাম না।” এর পরেই ভারতের মিডিয়া ম্যানেজার অন্য সাংবাদিককে প্রশ্ন করতে বলেন।

Advertisement

মাঠের বাইরে এমনিতেই পাকিস্তানের বিভিন্ন ক্রিকেটার নানা ভাবে কটাক্ষ করার চেষ্টা করেছেন ভারতকে। এ বার সাংবাদিক বৈঠকে দেখা গেল, পাকিস্তানের সাংবাদিকেরাও প্রশ্নের মাধ্যমে আক্রমণের চেষ্টা করছেন।

সূর্য সাংবাদিক বৈঠকে অবশ্য রেয়াত করেননি পাকিস্তানকে। কটাক্ষের সুরে বলেন, “চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরাই আসল ট্রফি। সকলে বলছেন, ভারত এশিয়া কাপে চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।”

গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে ‘অপারেশন সিঁদুর’-এর জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়েছিলেন সূর্য। চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে নিজের ম্যাচ পারিশ্রমিকের পুরোটাই ভারতীয় সেনাকে দান করছেন ভারত অধিনায়ক। উল্লেখ্য, এশিয়া কাপ ফাইনালে ভারতের জয় টেলিভিশনে দেখেছেন সেনা বাহিনীর জওয়ানেরা। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁদের উল্লাসের ছবিও দেখা গিয়েছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement