India vs West Indies 2025

‘ওদের নজর শুধু টি-টোয়েন্টি লিগে’, ওয়েস্ট ইন্ডিজ়‌ের দুরবস্থা দেখে ব্যথিত শুভমন, সরব টেস্টের গুরুত্ব নিয়ে

এক দিনের দল বা টি-টোয়েন্টি নিয়ে ভাবলে হবে না। জোর দিতে হবে টেস্ট ক্রিকেটে। তা হলে বাকি দুই ফরম্যাটে এমনিই ভাল ফল আসবে। দ্বিতীয় টেস্টের আগে এমনই মন্তব্য করেছেন শুভমন গিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৭:৩৯
Share:

শুভমন গিল। ছবি: পিটিআই।

এক দিনের দল বা টি-টোয়েন্টি নিয়ে ভাবলে হবে না। জোর দিতে হবে টেস্ট ক্রিকেটে। তা হলে বাকি দুই ফরম্যাটে এমনিই ভাল ফল আসবে। দ্বিতীয় টেস্টের আগে এমনই মন্তব্য করেছেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজ়ের সাম্প্রতিক দুরবস্থা দেখে ব্যথিত ভারতের অধিনায়ক। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজ়‌ টেস্টকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলেই আজ তাদের এই হাল।

Advertisement

গত দুই দশকে ওয়েস্ট ইন্ডিজ়‌ের অবস্থা ক্রমশই খারাপ হয়েছে। সেরা ক্রিকেটারেরা অর্থ রোজগারের জন্য দেশ-বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান। জাতীয় দল চালাতে হয় কার্যত ‘পার্ট-টাইম’ ক্রিকেটারদের নিয়ে। গত আড়াই বছরে একটিও সিরিজ়‌ জেতেনি ওয়েস্ট ইন্ডিজ়‌। তাদের টেস্টে খেলতে দেওয়া হবে কেন সেই প্রশ্ন উঠছে।

ওয়েস্ট ইন্ডিজ়‌ের মতো দেশগুলির জন্য দ্বিস্তরীয় ব্যবস্থা চালু করা উচিত কি না, সেই প্রশ্ন করা হয়েছিল শুভমনকে। ভারতের অধিনায়ক বলেন, “আমার মতে, এটা আইসিসি-র সিদ্ধান্ত। আমার মতে, যারা ক্রিকেট খেলছে তাদের লাল বলের ক্রিকেট যদি শক্তিশালী হয় তা হলে এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে এমনিই ভাল খেলবে। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন। ওদের টেস্ট দল শক্তিশালী। ফলে এক দিনের ক্রিকেট বা টি-টোয়েন্টিতেও ওরা ভাল খেলে।”

Advertisement

ক্রিকেটের এই সামান্য শিক্ষাটুকু ওয়েস্ট ইন্ডিজ় ভুলে গিয়েছে বলে মনে হয়েছে শুভমনের। তাঁর কথায়, “আমি ঠিক জানি না। তবে ওদের নজর মনে হয় শুধু টি-টোয়েন্টি আর লিগগুলোয়। সে দিকে নজর রাখলে নিজের ভিতটাই এক দিন নড়ে যাবে। যখন আপনি সামান্য ব্যাপারটা ভুলে যান, সেখান থেকেই সমস্যা শুরু হয়।”

শুভমন মনে করেন, ভারত এ ব্যাপারে এগিয়ে রয়েছে। তাঁর কথায়, “আমরা এ ব্যাপারে সচেতন। টেস্ট ক্রিকেটে ভাল খেললে বাকি দুটো ফরম্যাটেও ভাল খেলা সম্ভব। ভিতটা মজবুত হওয়া দরকার।”

অনেকের মতে, আইপিএলে ভাল খেলার জন্যই সাই সুদর্শনকে সুযোগ দেওয়া হয়েছে টেস্টে। তাই মানিয়ে নিতে পারছেন না। শুভমনের মতে, সুদর্শনের মানিয়ে নিতে সময় লাগলেও তিনি সাফল্য ঠিকই পাবেন। শুভমনের কথায়, “তরুণদের আরও সুযোগ দিতে হবে। ওদের সময় লাগছে এখনও। খেলোয়াড়ের প্রতিভা আছে কি না সেটা আগে দেখতে হবে। শুধু একটা, দুটো বা চারটে ম্যাচ দিয়ে তাঁকে বিচার করলে চলবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement