শনিবার লর্ডসে জ্যাক ক্রলির সঙ্গে বাদানুবাদ শুভমন গিলের। রয়েছেন অন্যরাও। ছবি: এক্স (টুইটার)।
ভারত-ইংল্যান্ড লর্ডস টেস্টের তৃতীয় দিনের শেষ ওভারে বিবাদে জড়িয়ে পড়েন দু’দলের ক্রিকেটারেরা। ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট নানা ভাবে সময় নষ্ট করছিলেন। তা দেখে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি শুভমন গিল। একটা সময় তিনি প্রায় তেড়ে যান ক্রলির দিকে। ভারতের অন্য ক্রিকেটারেরাও ইংরেজ ওপেনারদের বিদ্রুপ করেন। সব মিলিয়ে পড়ন্ত বিকালে তৈরি হয় নাটকীয় পরিবেশ। যা চলে ৭ মিনিট ধরে।
শনিবার ভারতের ইনিংস শেষ হওয়ার পর ৫ মিনিট খেলার সময় ছিল। ওই সময়ে ২ ওভার হতে পারত ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের। দিনের শেষ দিকে নতুন বলের সুইং খেলা কঠিন। তাই ইংল্যান্ডের ওপেনারেরা সময় নষ্ট করছিলেন। তাঁরা এক ওভারের বেশি না খেলার পরিকল্পনা নিয়েই সম্ভবত ব্যাট করতে নেমেছিলেন। ওভারের তৃতীয় বল করার জন্য জসপ্রীত বুমরাহ দৌড় শুরু করার পর হঠাৎ উইকেট থেকে সরে যান ক্রলি। বোলারের পিছনে গ্যালারিতে কেউ নড়াচড়া করছেন বলে জানান তিনি। অথচ সেখানে কেউ ছিলেন না। বিস্ময় প্রকাশ করেন বুমরাহ-সহ ভারতের অন্য ক্রিকেটারেরা। এই সময় দেখা যায় শুভমন স্লিপ থেকে এগিয়ে এসে ক্রলিকে কিছু বলছেন। তবে আম্পায়ারদের হস্তক্ষেপে দ্রুত মিটে যায় সমস্যা।
এর পর বুমরাহের পঞ্চম বল করার আগে দুই ওপেনার খানিক ক্ষণ নিজেদের মধ্যে কথা বলেন। তাঁদের ইচ্ছাকৃত সময় নষ্ট দেখে উত্তেজিত হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটারেরা। পঞ্চম বল খেলার পর ক্রলি চোট পাওয়ার অভিনয় করেন। বোঝাতে চান বল তাঁর আঙুলে লেগেছে। গ্লাভস খুলে লেগ আম্পায়ারের দিকে হাঁটতে শুরু করেন। সাজঘরের দিকে ইশারা করে ফিজিয়োকেও ডাকেন ক্রলি। অথচ তিনি ব্যাটের মাঝখান দিয়ে এবং নীচের অংশ দিয়ে ডিফেন্স করেছিলেন। ইংল্যান্ড ওপেনারের অভিনয় দেখে বিদ্রুপ শুরু করেন ভারতীয় ক্রিকেটারেরা। ক্রলির দিকে তাকিয়ে হাসি মুখে শুভমনেরা সবাই মিলে হাততালি দিতে শুরু করেন। যেন বুমরাহের বল খেলার সাহসিকতার জন্য ক্রলিকে অভিনন্দন জানাচ্ছিলেন তাঁরা। তা দেখে ইংল্যান্ডের দুই ব্যাটার উত্তেজিত ভাবে নিজেদের কথা বলতে শুরু করেন। সম্ভবত ভারতীয়দের আরও উত্তেজিত করাই ছিল তাঁদের লক্ষ্য।
এর পর মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি শুভমন। তিনি হঠাৎ ক্রলির দিকে তেড়ে যান। তাঁর সামনে দাঁড়িয়ে ইংল্যান্ডের সাজঘরের দিকে মুখ করে ইমপ্যাক্ট সাব নামানোর সঙ্কেত দেন। ক্রলির সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েন বাদানুবাদেও। দু’জনকেই আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায়। এগিয়ে আসেন ডাকেট। তাঁর সঙ্গেও শুভমনের বাদানুবাদ হয়। লোকেশ রাহুল-সহ ভারতের অন্য ক্রিকেটারেরাও এগিয়ে যান। এ সময় ক্ষুব্ধ শুভমনকে গালাগালি (লেখার অযোগ্য) করতেও শোনা গিয়েছে। পরিস্থিতি দেখে আবার হস্তক্ষেপ করতে বাধ্য হন আম্পায়ারেরা।
সব মিলিয়ে বেশ খানিকটা সময় নষ্ট হওয়ায় বুমরাহের ওভার শেষ হতে ৭ মিনিট লেগে যায়। সময় শেষ হয়ে যাওয়ায় এক ওভারের পরই দিনের খেলা সমাপ্ত বলে ঘোষণা করেন আম্পায়ারেরা। ইংল্যান্ডের পরিকল্পনা সফল হয়।