India vs England 2025

বুমরাহ কি দ্বিতীয় টেস্টে খেলবেন? ম্যাচের এক দিন আগে জবাব দিলেন অধিনায়ক শুভমন

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। তিনি ছাড়া ভারতের আর কোনও বোলার প্রত্যাশামতো বল করতে পারেননি। এজবাস্টনে তাঁকে ছাড়া খেলার সাহস দেখাবে ভারত?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৮:৫১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের আগের দিনও জসপ্রীত বুমরাহের খেলা নিয়ে ধোঁয়াশা কাটল না। নিশ্চিত করতে পারলেন না অধিনায়ক শুভমন গিলও। মঙ্গলবার সংবাদমাধ্যমকে শুভমন শুধু বলেছেন, বুমরাহকে পাওয়া যাবে।

Advertisement

ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখতে সোমবার বলেছিলেন, দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে বুমরাহকে। প্রায় একই রকম উত্তর দিয়েছেন শুভমনও। দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য বোলিং আক্রমণ সম্পর্কে তিনি বলেছেন, ‘‘জসপ্রীত বুমরাহকে পাওয়া যাবে। আমরা সঠিক বোলিং আক্রমণ বেছে নেওয়ার চেষ্টা করছি, যাতে বিপক্ষের ২০টি উইকেট নেওয়া যায় এবং কিছু রানও হয়। অনুশীলনের পর পিচ দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’ প্রথম একাদশে কারা থাকবেন, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি শুভমন। বুমরাহ খেলবেন কি না, তা-ও সরাসরি বলেননি। অর্থাৎ এজবাস্টন টেস্ট শুরুর আগের দিনও জিইয়ে রাখলেন জল্পনা।

গত বর্ডার-গাওস্কর ট্রফির শেষ টেস্টে পিঠে নতুন করে চোট পান বুমরাহ। খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইপিএলের শুরুর দিকেও তাঁকে পাওয়া যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা ইংল্যান্ডে বুমরাহকে পাঁচটি টেস্ট না খেলানোর পরামর্শ দিয়েছেন। বুমরাহকে বেশি চাপ দেওয়া ঠিক হবে না বলে জানিয়েছেন তাঁরা। দল নির্বাচনের সময়ই জানা গিয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলতে পারেন বুমরাহ। তাই দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে জল্পনা চলছেই। তাঁকে কোন কোন টেস্টে খেলানো হবে সেই সিদ্ধান্ত অবশ্য ভারতীয় শিবির নেবে।

Advertisement

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বুমরাহ। তিনি ছাড়া ভারতের আর কোনও বোলার প্রত্যাশামতো বল করতে পারেননি। ম্যাচ হারতে হয়েছে ভারতীয় দলকে। চাপে থাকা ভারতীয় দল বুমরাহকে এজবাস্টনে খেলাবে কি না, তা জানা যেতে পারে বুধবার টসের পরই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement