Suryakumar Yadav in Asia Cup 2025

উত্তেজনাহীন ম্যাচেও নাটক! নায়ক হয়ে গেলেন অধিনায়ক সূর্য

ভারতের সামনে উড়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি। মাত্র ১৭.৪ ওভারে শেষ হয়ে গেল গোটা ম্যাচ। তার মধ্যেই নায়ক হয়ে উঠলেন সূর্যকুমার যাদব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৪
Share:

সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

সংযুক্ত আরব আমিরশাহি যে ভারতের সামনে দাঁড়াতে পারবে না, তা খেলার শুরু থেকেই বোঝা যাচ্ছিল। শেষে যা হওয়ার তা-ই হল। ভারতের সামনে উড়ে গেল আমিরশাহি। মাত্র ১৭.৪ ওভারে শেষ হয়ে গেল গোটা ম্যাচ। তার মধ্যেই নায়ক হয়ে উঠলেন সূর্যকুমার যাদব।

Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে আমিরশাহির প্রথম উইকেট পড়ে। তার পর আর তা থামেনি। ভারতীয় বোলারদের সামনে দিশাহারা দেখাচ্ছিল আমিরশাহির ব্যাটারদের। ১৩তম ওভারে বল করতে আসেন শিবম দুবে। সেই ওভারেই হল নাটক।

প্রথম বলেই উইকেট নেন শিবম। দু’বল পরে শিবমের বাউন্সারে ব্যাট ছোঁয়াতে পারেননি জুনেইদ সিদ্দিকি। বল যায় উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের কাছে। তিনি বল ধরে সোজা উইকেটে ছোড়েন। বল গিয়ে উইকেটে লাগে। আবেদন করেন সঞ্জু। রিপ্লেতে দেখা যায়, বল যখন উইকেটে লেগেছে তখন জুনেইদ ক্রিজ়ের বাইরে। তৃতীয় আম্পায়ার আউট দেন।

Advertisement

তার পরেই দেখা যায়, সূর্যকুমার গিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলছেন। ভারত অধিনায়কের কথা শুনে আম্পায়ার ইশারা করেন যে ভারত আউটের আবেদন প্রত্যাহার করে নিয়েছে। আবার ব্যাটিং শুরু করেন জুনেইদ।

কেন হঠাৎ আউটের আবেদন প্রত্যাহার করলেন সূর্য? শিবম বল করার সময় তাঁর ট্রাউজ়ারে গোঁজা তোয়ালে মাঠে পড়ে যায়। তাতে হয়তো কিছুটা সমস্যা হয়েছিল জুনেইদের। তিনি সেটিই লেগ আম্পায়ারকে বলার চেষ্টা করছিলেন। আর সেটা করতে গিয়ে তিনি খেয়াল করেননি যে ক্রিজ়ের বাইরে রয়েছেন। যে হেতু তোয়ালে পড়ে যাওয়ায় ব্যাটারেরা সমস্যা হয়েছিল, সেই কারণে সূর্য আউটের আবেদন প্রত্যাহার করেন। তাঁর এই কাজে দর্শকেরাও খুশি। সকলে হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement