India vs Pakistan trophy controversy

নতুন শর্ত চাপালেন নকভি! খোদ সূর্যকে দুবাইয়ে গিয়ে এশিয়া কাপের ট্রফি নিতে হবে, বলে দিলেন পাক বোর্ডের কর্তা

মঙ্গলবারের বৈঠকে নকভি বলেছেন, ভারতকে ট্রফি নিতে হলে সূর্যকুমার যাদবকে এসে নিতে হবে। অন্য কাউকে তিনি ট্রফি দেবেন না। ভারতীয় বোর্ড কোনও প্রতিনিধি পাঠালে তাঁকে ট্রফি দেওয়া হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১০:৪৭
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র

অদূর ভবিষ্যতে ভারত এশিয়া কাপ জেতার ট্রফি পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। বরফ কিছুতেই গলছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি এ বার নতুন শর্ত চাপিয়েছেন।

Advertisement

মঙ্গলবারের বৈঠকে নকভি বলেছেন, ভারতকে ট্রফি নিতে হলে সূর্যকুমার যাদবকে এসে নিতে হবে। অন্য কাউকে তিনি ট্রফি দেবেন না। ভারতীয় বোর্ড কোনও প্রতিনিধি পাঠালে তাঁকে ট্রফি দেওয়া হবে না। শুধু তা-ই নয়, ভারত অধিনায়ককে ট্রফি নিতে হলে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দফতরে এসে ট্রফি নিতে হবে।

এর আগে নকভি বলেছিলেন, ভারতীয় দল তাদের পদক পেতে পারে। এমনকি ট্রফিও তারা পাবে। তবে সেই পদক এবং ট্রফি দু’টিই নকভি নিজের হাতে ভারতের হাতে তুলে দিতে চান। তার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করতে বলেছিলেন তিনি।

Advertisement

পাকিস্তানের চ্যানেল ‘জিয়ো সুপার’ জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল বার বার নকভিকে অনুরোধ করেছিলেন, এশিয়া কাপের ট্রফি যেন ভারতকে দিয়ে দেওয়া হয়। কিন্তু নকভি প্রথমে বলেন, এই মিটিংয়ের বিষয় নয় এটি। ফলে এই নিয়ে কোনও আলোচনা হবে না। কিন্তু ভারতীয় বোর্ডের দুই কর্তা চাপ দিতে থাকেন। তখনই নকভি বলেন, সূর্যকে দুবাইয়ে নিজে হাজির হয়ে ট্রফি নিতে হবে।

এর ফলে কোনও সমাধান বার হয়নি এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে। ভারতের দাবি ছিল, দ্রুত এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল তাদের দিয়ে দিতে হবে। বৈঠকে নকভিকে নিয়ে একের পর এক অভিযোগ করে ভারত। কিন্তু তার পরেও ট্রফি-সমস্যার সমাধান হয়নি। নকভি আলোচনা করতে না চাওয়ায় মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান শুক্ল ও শেলার।

মঙ্গলবারের বৈঠকের শুরু থেকেই নকভিকে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করেন শুক্ল। ভারতকে ট্রফি না দেওয়ায় নকভির সমালোচনা করেন তিনি। শুক্ল নকভিকে মনে করিয়ে দেন যে ট্রফি তাঁর ব্যক্তিগত সম্পত্তি নয়। ফলে তিনি ট্রফি ও মেডেল নিজের সঙ্গে করে হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না। এই একই অভিযোগ এশিয়া কাপ শেষে করেছিলেন বোর্ডের সচিব শইকীয়াও। বৈঠকে শুক্ল স্পষ্ট করে দেন, ভদ্র ভাবে ট্রফি ও মেডেল ভারতের হাতে তুলে দিতে হবে। এশীয় ক্রিকেট কাউন্সিলকে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন তিনি।

শুক্লের আক্রমণের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা নকভি অভিযোগ করেন, তাঁকে দীর্ঘ ক্ষণ পুরস্কার বিতরণের মঞ্চে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তাঁর নিজেকে কার্টুনের মতো লাগছিল। তিনি আরও দাবি করেন, ভারতীয় দল যে তাঁর হাত থেকে ট্রফি নিতে চায় না, সেটা মৌখিক ভাবে বলা হয়েছিল। লিখিত কিছু দেওয়া হয়নি। তাই তিনি পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন।

চুপ থাকেননি শুক্ল। তিনি আরও অভিযোগ শুরু করেন। সে কথা শুনে নকভি জানান, এই বৈঠকে ট্রফি-সমস্যার সমাধান হবে না। অন্য একটি বৈঠকে সেই বিষয়ে আলোচনা হবে। ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা দ্রুত একটি বৈঠকে বসবেন। সেখানে এই ট্রফি-সমস্যার সমাধান হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement