Rohit Sharma

কোচ গম্ভীরের ‘পরিকল্পনায় জল’ অধিনায়ক রোহিতের! শুভাকাঙ্ক্ষীদের পরামর্শেই অবসরের সিদ্ধান্ত বদল

বর্ডার-গাওস্কর ট্রফির সময় ভারতীয় দলের কোচ এবং অধিনায়কের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়। যদিও ভারতীয় দল সব সময়ই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১১:৩৪
Share:

(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টের দ্বিতীয় দিন অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। পরিষ্কার জানান, ফর্মে না থাকায় নিজেকে একটি টেস্টের জন্য সরিয়ে নিয়েছেন। কারওর কথায় অবসর নেবেন না। অধিনায়কের এই অবস্থান জল ঢেলে দিয়েছে কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনায়। সব মিলিয়ে তিনি কিছুটা বিরক্ত।

Advertisement

বর্ডার-গাওস্কর ট্রফির সময় ভারতীয় দলের কোচ এবং অধিনায়কের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়। তবে ভারতীয় দল সব সময়ই তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গিয়েছে। যদিও সাজঘরের কিছু ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছিল গম্ভীরের সঙ্গে রোহিতের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় নেই। সূত্রের খবর, মেলবোর্ন টেস্টের সময় সাজঘরে কোচের সঙ্গে তর্কাতর্কির পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন রোহিত। পরে কয়েক জনের পরামর্শে সিদ্ধান্ত বদল করেন। এমনই দাবি করা হয়েছে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

সিডনিতে রোহিতকে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গম্ভীরকে অনুরোধ করলেও, মানেননি ভারতীয় দলের কোচ। তাতেই পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে। শেষ টেস্টে রোহিত নিজেকে সরিয়ে নিলেও ভারত জিততে পারেনি। ১-৩ ব্যবধানে সিরিজ় হেরে ছিটকে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকেও। তা কোচ-অধিনায়কের সম্পর্ক আরও জটিল করে তুলেছে বলে বিসিসিআই সূত্রে খবর।

Advertisement

অস্ট্রেলিয়ায় দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে ছ’নম্বরে ব্যাট করে সফল হননি রোহিত। চতুর্থ টেস্টে ওপেন করেও রান পাননি। সেই টেস্টে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল শুভমন গিলকে। অস্ট্রেলিয়ায় পাঁচটি ইনিংসে রোহিতের সংগ্রহ ৩১ রান। টানা ব্যর্থতার জন্য রোহিতকে আর টেস্ট দলে চাইছেন না গম্ভীর। প্রধান নির্বাচক অজিত আগরকরের মাধ্যমে নিজের পরিকল্পনা রোহিতকে জানিয়েছিলেন তিনি। প্রথমে রোহিত বিষয়টি মেনে নিলেও, পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন। ভারতীয় দলের অধিনায়কের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন, ‘‘রোহিত চতুর্থ টেস্টের পরই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলে। পঞ্চম টেস্টের আগে অবসর ঘোষণা করে দেবে ভেবেছিল। কিন্তু কয়েক জন শুভাকাঙ্ক্ষীর পরামর্শে সিদ্ধান্ত বদল করে। না হলে আমরা অস্ট্রেলিয়া সফরের মাঝে দু’জন ক্রিকেটারের অবসর দেখতে পেতাম।’’ সূত্রের খবর, সিদ্ধান্ত পরিবর্তনের কথা গম্ভীরকে জানাননি রোহিত। তিনি বিষয়টি সরাসরি সিরিজ়ের সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন। যা শুনে বিস্মিত এবং বিরক্ত হয়েছিলেন গম্ভীর। তাঁকে কিছুটা হতাশও দেখিয়েছিল। তার পরও দু’জনের মধ্যে তেমন কোনও কথা হয়নি। অস্ট্রেলিয়া সফরের শেষ দিকে পরস্পরকে এড়িয়ে চলছিলেন তাঁরা।

আপাতত ভারতের সূচিতে টেস্ট নেই। আগামী জুন মাসে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ় খেলতে যাবে ভারত। অর্থাৎ ফর্মে ফেরার যথেষ্ট সময় পাবেন রোহিত। ব্যাটে রান ফিরে পেলে ইংল্যান্ড সফরে তিনিই অধিনায়ক থাকবেন। যা চাপে ফেলতে পারে গম্ভীরকে। রোহিতকে ছাড়া ভারতের নতুন টেস্ট দল তৈরির যে পরিকল্পনা গম্ভীর করেছিলেন, তা বাস্তবায়িত করতে পারবেন না। তা ছাড়া, বিসিসিআই কর্তাদের একাংশের সহানুভূতি রয়েছে রোহিতের সঙ্গে। অন্য দিকে, দলের একের পর এক ব্যর্থতায় কোচ গম্ভীরের ভূমিকা এখন ভারতীয় বোর্ডের আতশকাচের তলায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement