India vs England 2025

ওভালের জয়ে স্বস্তিতে গম্ভীর, তিন বাক্যে নিজের প্রতিক্রিয়া জানালেন ভারতীয় দলের কোচ

নিউ জ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ় হার। অস্ট্রেলিয়ায় গিয়ে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজ় হার। টেস্ট দলের কোচ হিসাবে গৌতম গম্ভীরের দক্ষতা প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ২১:৫৭
Share:

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় ড্র করে দেশে ফিরছে ভারতীয় দল। দু’দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে গোটা সিরিজ়েই। ওভালে শেষ টেস্টে জয় স্বস্তি দিচ্ছে কোচ গৌতম গম্ভীরকেও। সিরিজ় শেষ হওয়ার পর সমাজমাধ্যমে নিজের প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় দলের কোচ।

Advertisement

নিউ জ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ় হার। অস্ট্রেলিয়ায় গিয়ে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজ় হার। টেস্ট দলের কোচ হিসাবে গম্ভীরের দক্ষতা প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। সেই পরিস্থিতিতে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ় ড্র কোচ গম্ভীরকে কিছুটা হলেও অক্সিজেন দেবে। সোমবার ওভালে শুভমন গিলদের রুদ্ধশ্বাস জয়ের পর সমাজমাধ্যমে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন গম্ভীর। তিনি যা লিখেছেন, তার অর্থ ‘‘আমরা কিছু ম্যাচ জিতব, কিছু হারব। কিন্তু আমরা কখনও আত্মসমর্পণ করব না। শাবাশ ক্রিকেটারেরা।’’

ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হননি গম্ভীর। সমাজমাধ্যমে তিন বাক্যে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর কাছে যে লড়াইটাই আসল, তা-ও বুঝিয়ে দিয়েছেন ভারতীয় দলের কোচ। তিনি ক্রিকেটারদের হার না মানা লড়াইয়ে খুশি।

Advertisement

পাঁচ টেস্টের সিরিজ়ে ১-২ ব্যবধানে পিছিয়ে থেকে ওভালের ২২ গজে নেমেছিলেন শুভমনেরা। শেষ দিন জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান। ভারতের ৪ উইকেট। শেষ পর্যন্ত মহম্মদ সিরাজের দাপুটে বোলিংয়ের সুবাদে ৬ রানে জিতেছে ভারত। সিরিজ় শেষ হয়েছে ২-২ ফলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement