India vs England 2025

ওভালে সিরাজের শেষ বলে মুগ্ধ আম্পায়ার! এক সপ্তাহ পরেও ম্যাচ জেতানো বল ভুলতে পারেননি ধর্মসেনা

প্রায় ৪০০ আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব সামলেছেন কুমার ধর্মসেনা। ২২ গজের প্রান্তে দাঁড়িয়ে প্রচুর ভাল বল বা আউট দেখার সুযোগ হয়েছে তাঁর। তবু তাঁর মনে গেঁথে গিয়েছে মহম্মদ সিরাজের একটি বল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৭:০৮
Share:

মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট পৌঁছেছিল টান টান উত্তেজনায়। শেষ দিন জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। ভারতের দরকার ছিল ৪ উইকেট। যে কোনও দল ম্যাচ জিততে পারত। গোটা ক্রিকেট দুনিয়ারই নজর ছিল ওভাল টেস্টের শেষ দিনে। সেই উত্তেজনা ছুঁয়ে গিয়েছিল ম্যাচের অন্যতম আম্পায়ার কুমার ধর্মসেনাকে। খেলা শেষ হওয়ার এক সপ্তাহ পরেও তিনি ম্যাচের একটি বলের কথা ভুলতে পারছেন না।

Advertisement

ইংল্যান্ড জয় থেকে ৭ রান দূরে থাকার সময় মহম্মদ সিরাজের বল গাস অ্যাটকিনসনের অফ স্টাম্প ছিটকে দেয়। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮৬তম ওভারের প্রথম বলটি অনেকের মতো ধর্মসেনারও মনে গেঁথে গিয়েছে। ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়া সেই মুহূর্তের ছবি ঠিক এক সপ্তাহ পর সোমবার সমাজমাধ্যমে পোস্ট করেছেন শ্রীলঙ্কার আম্পায়ার। ছবির সঙ্গে ধর্মসেনা লিখেছেন, ‘‘স্টেডিয়ামের সবচেয়ে সেরা জায়গা থেকে দুর্দান্ত বলটা দেখার সৌভাগ্য হয়েছিল আমার।’’ উল্লেখ্য, সিরাজের সেই ওভারে আম্পায়ার ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অলরাউন্ডারই।

বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় ৪০০ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ধর্মসেনার। ২২ গজের প্রান্তে দাঁড়িয়ে প্রচুর ভাল বল বা আউট দেখার সুযোগ হয়েছে তাঁর। তবু অফ স্টাম্পের কিছুটা বাইরে পড়ে ভিতরে ঢুকে আসা সিরাজের বলটা তাঁর মনে আলাদা জায়গা করে নিয়েছে। একই সঙ্গে ভারত-ইংল্যান্ড লড়াইয়ের শেষ দিনের টান টান উত্তেজনাও অনুভব করতে পেরেছেন ঘটনাস্থলের কেন্দ্রে থেকে। ওভাল টেস্ট জিতে সিরিজ় ড্র করেছিলেন শুভমন গিলেরা।

Advertisement

শ্রীলঙ্কার হয়ে ৩১টা টেস্ট এবং ১৪১টা এক দিনের ম্যাচ খেলেছেন ধর্মসেনা। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ২০০৯ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসাবে অভিষেক হয় ধর্মসেনার। প্রথম টেস্ট খেলান ২০১০ সালে। এখনও পর্যন্ত ১১৯টা টেস্ট, ২০৬টা এক দিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৬৯টা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার হিসাবে বিবেচনা করা হয় তাঁকে। রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এলিট প্যানেলেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement