ICC Womens T20 World Cup 2024

৩ অঙ্ক: পাকিস্তানকে হারালেও বিশ্বকাপের শেষ চারে যেতে গেলে মেলাতে হবে ভারতকে

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। যদিও তাতে বিশেষ সুবিধা হয়নি হরমনপ্রীত কউরদের। কারণ, বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার অঙ্ক কঠিন তাঁদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ১২:১২
Share:

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল। সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। ছবি: সমাজমাধ্যম।

সেমিফাইনাল এখনও অনেক দূর। রবিবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। যদিও তাতে বিশেষ সুবিধা হয়নি হরমনপ্রীত কউরদের। কারণ, নেট রানরেটে খুব একটা উন্নতি করতে পারেনি তাঁরা। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার অঙ্ক কঠিন তাঁদের।

Advertisement

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে ৫৮ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। কিন্তু ১০৬ রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভার খেলেছে ভারত। ফলে তাদের নেট রানরেট এখনও অনেক কম। প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল নক আউটে যাবে। সেই কারণে ভারতের উপর চাপ বেশি।

ভারতের গ্রুপে শীর্ষে রয়েছে নিউ জ়িল্যান্ড। একটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। নেট রানরেট ২.৯০০। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তারাও একটি ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে। নেট রানরেট ১.৯০৮। তিন নম্বরে পাকিস্তান। দু’টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। নেট রানরেট ০.৫৫৫। চার নম্বরে ভারত। তাদেরও দু’ম্যাচ খেলে ২ পয়েন্ট। হরমনপ্রীতদের নেট রানরেট -১.২১৭। শ্রীলঙ্কা দু’টি ম্যাচ খেলে দু’টিই হেরেছে। তাদের পয়েন্ট ০। নেট রানরেট -১.৬৬৭।

Advertisement

এই পরিস্থিতিতে ভারতকে সেমিফাইনালে উঠতে গেলে তিনটি অঙ্ক মিলতে হবে।

অঙ্ক ১ — বাকি দু’টি ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারাতে হবে। তা হলে ভারতের পয়েন্ট হবে ৬। নিউ জ়িল্যান্ডকেও বাকি তিনটি ম্যাচ জিততে হবে। তা হলে তাদের পয়েন্ট হবে ৮। সে ক্ষেত্রে নিউ জ়িল্যান্ড ও ভারত সেমিফাইনালে উঠবে।

অঙ্ক ২ — যদি অস্ট্রেলিয়া তাদের বাকি সব ম্যাচে জেতে তা হলে তাদের পয়েন্ট হবে ৮। সে ক্ষেত্রে ভারতকেও হারাবে তারা। ভারত শ্রীলঙ্কাকে হারালে তাদের পয়েন্ট হবে ৪। সে ক্ষেত্রে ভারতকে আশা করতে হবে যে শ্রীলঙ্কা ও পাকিস্তান নিউ জ়িল্যান্ডকে হারাক। সে ক্ষেত্রে ভারত ও পাকিস্তান দু’দলেরই পয়েন্ট হবে ৪। নেট রানরেট ভাল থাকলে ভারত সেমিফাইনালে যাবে।

অঙ্ক ৩ — ভারত বাকি দু’টি ম্যাচে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারালে তাদের পয়েন্ট হবে ৬। যদি অস্ট্রেলিয়া আবার নিউ জ়িল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে দেয় তা হলে তাদেরও পয়েন্ট হবে ৬। নিউ জিল্যান্ড যদি পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারায় তা হলে তাদেরও পয়েন্ট হবে ৬। তখন এই তিন দলের মধ্যে নেট রানরেটের বিচারে দুই দল সেমিফাইনালে যাবে।

তিনটির মধ্যে দু’টি ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন নেট রানরেট। তাই ভারতকে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। আগে নিজেদের বাকি দু’টি ম্যাচ জেতার চেষ্টা করতে হবে হরমনপ্রীতদের। তা হলে পরিস্থিতি কিছুটা ভাল জায়গায় থাকবে। সে ক্ষেত্রে শেষ চারে যাওয়ার সুযোগ বাড়বে ভারতের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement