India vs England 2025

পাঁচ শতরানেও হার! টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে লজ্জার নজির শুভমনের ভারতের

এই নিয়ে ষষ্ঠ বার একটি টেস্ট ম্যাচে কোনও দলের পাঁচ ব্যাটার শতরান করলেন। ভারত দ্বিতীয় সফরকারী দল হিসাবে এই কৃতিত্ব দেখাল। তবু ম্যাচ হেরে লজ্জার নজির গড়লেন শুভমন গিলেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ০০:০৮
Share:

টেস্ট ক্রিকেটের ইতিহাসে লজ্জার নজির গড়লেন শুভমন গিলেরা। ছবি: আইসিসি।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৫ উইকেটে হেরেছে ভারত। তার থেকেও গুরুত্বপূর্ণ হল শুভমন গিলের দল পাঁচটি শতরান করেও হার বাঁচাতে পারেনি। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন লজ্জার নজির দ্বিতীয়টি নেই।

Advertisement

হেডিংলেতে প্রথম ইনিংসে শতরান করেছেন যশস্বী জয়সওয়াল, শুভমন এবং ঋষভ পন্থ। দ্বিতীয় ইনিংসে শতরান এসেছে লোকেশ রাহুল এবং পন্থের ব্যাট থেকে। সব মিলিয়ে ভারতীয় ব্যাটারেরা পাঁচটি শতরানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে। অথচ প্রথম ইনিংসে ইংল্যান্ডের অলি পোপ এবং দ্বিতীয় ইনিংসে বেন ডাকেট শতরান করে জয় ছিনিয়ে নিয়েছেন। প্রথম ইনিংসে হ্যারি ব্রুক করেন ৯৯ রান। এক রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর।

একটি টেস্টে কোনও দলের পাঁচ জন ব্যাটার শতরান করেছেন, এমন ঘটনা এর আগে পাঁচ বার ঘটেছে। প্রতি বারই সেই দল জয় পেয়েছে। ভারতের পাঁচ ব্যাটারের শতরান টেস্টের ইতিহাসে ষষ্ঠ ঘটনা। কিন্তু জিততে পারলেন না শুভমনেরা। দ্বিতীয় সফরকারী দল হিসাবে এই কৃতিত্ব দেখাল ভারত। এর আগে ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজ় সফরে গিয়ে অস্ট্রেলিয়ার পাঁচ ব্যাটার শতরান করেছিলেন একটি টেস্টে। সে বার সকলে একই ইনিংসে শতরান করেন। ৮ উইকেটে ৭৫৮ রান তুলে ডিক্লেয়ার করেছিল অস্ট্রেলিয়া।

Advertisement

টেস্টের শেষ দিন সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে থাকল ইংল্যান্ড। মঙ্গলবার হেডিংলে টেস্টের পঞ্চম দিন ৩৫০ রান তুলে ম্যাচ জিতেছেন স্টোকসেরা। এই তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পঞ্চম দিন লিডসেই ৪০৪ রান তুলে জয় ছিনিয়ে নিয়েছিল। তালিকায় তৃতীয় স্থানে থাকল ওয়েস্ট ইন্ডিজ়। ১৯৬৯ সালে অকল্যান্ডে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্টের শেষ দিন ৩৪৫ রান তুলে জয় পেয়েছিল।

রান তাড়া করে টেস্ট জেতার ক্ষেত্রে হেডিংলে টেস্টের জয় ইংল্যান্ডের দ্বিতীয় সেরা। এর আগে ২০২২ সালে বার্মিংহ্যামে ভারতের বিরুদ্ধেই চতুর্থ ইনিংসে ৩ উইকেটে ৩৭৮ রান তুলে জিতেছিল ইংল্যান্ড। অর্থাৎ ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে শেষ দু’টি টেস্টেই রান তাড়া করে নজির গড়ল ইংরেজরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement