Wimbledon

মারের মূর্তি বসাবেন উইম্বলডন কর্তৃপক্ষ, প্রতিযোগিতার ১৫০তম বছরে সম্মানিত হবেন দু’বারের চ্যাম্পিয়ন

ফ্রেড পেরির উইম্বলডন জয়ের ৭৭ বছর পর ২০১৩ সালে প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসাবে চ্যাম্পিয়ন হন অ্যান্ডি মারে। ২০১৫ সালেই উইম্বলডন জেতেন মারে। তাঁকে সম্মানিত করবেন গ্র্যান্ড স্ল্যামের আয়োজকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ২১:৩৪
Share:

অ্যান্ডি মারে। ছবি: এক্স (টুইটার)।

২০২৭ সালে উইম্বলডন পূর্ণ করবে ১৫০ বছর। প্রতিযোগিতার সার্ধশতবর্ষে অ্যান্ডি মারেকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছেন অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের কর্তারা। দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়নের মূর্তি স্থাপন করতে চান তাঁরা।

Advertisement

২০১৩ সালে প্রথম বার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন মারে। তাঁর খেতাব জয়ে শেষ হয়েছিল ব্রিটিশদের ৭৭ বছরের অপেক্ষা। তাঁর আগে ১৯৩৬ সালে শেষ বার কোনও ব্রিটিশ টেনিস খেলোয়াড় হিসাবে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন ফ্রেড পেরি। মারে পরে ২০১৫ সালে দ্বিতীয় বার উইম্বলডন চ্যাম্পিয়ন হন। ব্রিটিশ খেলোয়াড় হিসাবে তাঁর এই কৃতিত্বকে স্বীকৃতি দিতেই মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অল ইংল্যান্ড ক্লাবের চেয়ারউইম্যান ডেব্বি জিভান্স বলেছেন, ‘‘ফরাসি ওপেন কর্তৃপক্ষ রাফায়েল নাদালকে সম্মানিত করার পর আমাদের মাথায় ভাবনাটা আসে। এ বছর রোলাঁ গারোয় নাদালের মূর্তি উন্মোচনের সময় দর্শকাসনে ছিলেন মারে। তখনই আমাদের মনে হয়েছিল, মারের জন্য আমরা কী করতে পারি। তার পর আলোচনা করে উইম্বলডনের ১৫০তম বছরে মারের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

Advertisement

১৯৮৪ সালে পেরির ব্রোঞ্জ মূর্তি বসিয়েছিলেন উইম্বলডনের আয়োজকেরা। পেরির উইম্বলডন জয়ের ৫০ বছর উপলক্ষে মূর্তি তৈরি করা হয়েছিল। তার পর আবার মারের মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, মারে মোট তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement