ICC Champions Trophy 2025

আবার আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠে নজির ভারতের, কী রেকর্ড গড়লেন রোহিতেরা?

মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গিয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়ে টানা তিন বার ফাইনালে উঠেছে ভারত। রোহিত শর্মার দল তৈরি করেছে একাধিক নজিরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৬:২৪
Share:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গিয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়ে টানা তিন বার ফাইনালে উঠেছে ভারত। রোহিত শর্মার দল তৈরি করেছে একটি নজিরও।

Advertisement

ভারত প্রথম দল হিসাবে পর পর চারটি আলাদা আলাদা আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। তারা ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে। সে বছরই এক দিনের বিশ্বকাপ ফাইনাল খেলেছে। ২০২৪-এ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিও ফাইনালে উঠেছে। এই নজির আর কোনও দেশের নেই।

পর পর তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত। ২০১৩ সালে ইংল্যান্ডকে হারালেও ২০১৭ সালে পাকিস্তানের কাছে হারে তারা। ২০২১ সালে প্রতিযোগিতা হয়নি। এর আগে অস্ট্রেলিয়া পর পর দু’বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছে।

Advertisement

এর আগে পর পর চারটি বিশ্বকাপের ফাইনালে ওঠার নজির রয়েছে অস্ট্রেলিয়ার। ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত প্রতিটি এক দিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। ওয়েস্ট ইন্ডিজ় পর পর তিন বার এক দিনের বিশ্বকাপ ফাইনাল খেলেছে।

এই নিয়ে ভারত পাঁচ বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল। ২০০০, ২০০২, ২০১৩, ২০১৭ সালেও ফাইনাল খেলেছিল তারা। এ ছাড়া সব মিলিয়ে ১৪ বার আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। বাকি দেশগুলির মধ্যে সর্বোচ্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement