India vs Australia

সেমিফাইনালে ভারতের সেরা ফিল্ডার কে? রোহিতদের সাজঘরে পুরস্কার দিতে এলেন ভারতের প্রাক্তন কোচ

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একটি ভাল ক্যাচ নিয়েও সেরা ফিল্ডার হতে পারলেন না বিরাট কোহলি। সেই পুরস্কার ছিনিয়ে নিলেন শ্রেয়স আয়ার। পুরস্কার দিতে এসে গোটা দলের সঙ্গে মজা করলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৪:৪৫
Share:

মঙ্গলবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শেষ হওয়ার পরের মুহূর্ত। ছবি: পিটিআই।

শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও তিনি কারও থেকে কম যান না। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একটি ভাল ক্যাচ নিয়েছেন। তবু ম্যাচের সেরা ফিল্ডার হতে পারলেন না বিরাট কোহলি। তাঁকে টপকে সেই পুরস্কার ছিনিয়ে নিলেন শ্রেয়স আয়ার। পুরস্কার দিতে এসে গোটা দলের সঙ্গে মজা করলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

Advertisement

ভারতীয় বোর্ডের পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, ফিল্ডিং কোচ টি দিলীপ চার দাবিদারের নাম ঘোষণা করেন। তাঁরা হলেন শ্রেয়স আয়ার, শুভমন গিল, রবীন্দ্র জাডেজা এবং বিরাট কোহলি। পুরস্কার দেওয়ার জন্য তিনি ডেকে নেন শাস্ত্রীকে।

ভারতের কোচ থাকার ফলে এই দলের অনেককেই চেনেন শাস্ত্রী। তিনি নিজস্ব ঢঙে নাটকীয় ভাবে ঢুকে পড়েন সাজঘরে। সব ক্রিকেটারই শাস্ত্রীকে দেখে চিৎকার করে ওঠেন।

Advertisement

শাস্ত্রী বলেন, “চাপের ম্যাচ ছিল। সেখানেও তোমরা ভাল খেলেছ। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত তোমরাই সেরা দল। ব্যক্তিগত দক্ষতা তোমাদের হয়তো একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু দলগত পারফরম্যান্স তোমাদের সবার উপরে যেতে সাহায্য করবে। আজ দুটো চ্যাম্পিয়ন দল খেলছিল। চাপের ম্যাচে দলগত ঐক্য দেখিয়ে তোমরা জয় ছিনিয়ে এনেছ।”

এর পরেই শাস্ত্রী জোরে হাঁক পাড়েন ‘দিলীপ’ বলে। খেয়ালই করেননি যে পাশেই ফিল্ডিং কোচ দাঁড়িয়ে রয়েছেন। শাস্ত্রীর কাণ্ড দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়েন রোহিত, কোহলিরা।

মঙ্গলবারের ম্যাচে শ্রেয়সের ফিল্ডিং দক্ষতা নজর কেড়ে নিয়েছে। তিনি সরাসরি থ্রোয়ে বিপজ্জনক হয়ে ওঠা আলেক্স ক্যারেকে আউট করেন। বেন ডোয়ারশুইসের ক্যাচও নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement