BGT 2024-25

ব্রিসবেন টেস্টের মাঝে তিন ক্রিকেটারকে ছেড়ে দিলেন গম্ভীরেরা! দেশে ফিরছেন বাংলার মুকেশও

আসন্ন বিজয় হজারে ট্রফিতে শক্তিশালী হবে বাংলার বোলিং আক্রমণ। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসছেন মুকেশ। ভারতীয় দলের রিজার্ভ সদস্য হিসাবে ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ০৯:২৪
Share:

মুকেশ কুমার। —ফাইল চিত্র।

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের মাঝেই তিন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতের টিম ম্যানেজমেন্ট। গৌতম গম্ভীরেরা ছেড়ে দেওয়ায় দুই সতীর্থের সঙ্গে দেশে ফিরে আসছেন বাংলার জোরে বোলার মুকেশ কুমারও।

Advertisement

নবদীপ সাইনি, যশ দয়ালের সঙ্গে দেশে ফিরছেন মুকেশও। ২১ ডিসেম্বর থেকে বিজয় হজারে ট্রফিতে খেলার জন্য তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে। ভারত ‘এ’ দলের হয়ে মুকেশ এবং নবদীপ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। পরে খলিল আহমেদ চোট পাওয়ায় নেট বোলার হিসাবে পাঠানো হয় যশকে। তাঁরা টেস্ট দলের অংশ ছিলেন না। মূল দলের প্রস্তুতির জন্য তাঁদের এত দিন অস্ট্রেলিয়ায় রেখে দেওয়া হয়েছিল।

এই মুহূর্তে তাঁদের আর দলের সঙ্গে রাখার প্রয়োজন নেই বলে মনে করছেন গম্ভীরেরা। দলে চোট-আঘাতের সমস্যাও নেই। তাই তিন ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য ছেড়ে দেওয়া হল। ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে দু’টি বেসরকারি টেস্ট খেলেছেন মুকেশ। নবদীপ খেলেছেন একটি বেসরকারি টেস্ট। যশ অবশ্য কোনও ম্যাচ খেলেননি। মুকেশ ফিরে আসায় বাংলার বোলিং আক্রমণ নিশ্চিত ভাবে শক্তিশালী হবে।

Advertisement

পাঁচ ম্যাচের সিরিজ়ের তৃতীয় টেস্ট খেলছে ভারত-অস্ট্রেলিয়া। রোহিত শর্মারা সে দেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন। এর পর মেলবোর্ন এবং সিডনিতে টেস্ট খেলবে দু’দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement