ICC Ranking

আইপিএলের মাঝে ধাক্কা ভারতীয় ক্রিকেটে, আইসিসির টেস্ট ক্রমতালিকায় নেমে গেলেন রোহিতেরা

এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুফল পেয়েছে ভারতীয় দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৯:১৫
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আইপিএল চলছে। ভারতীয় দলের কোনও সূচি নেই। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) টেস্ট ক্রমতালিকায় নেমে গেল ভারত। এক দিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় অবশ্য জায়গা ধরে রেখেছে গৌতম গম্ভীরের দল।

Advertisement

সোমবার তিন ধরনের ক্রিকেটে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। টেস্ট ক্রিকেটের ক্রমতালিকায় এক ধাপ নেমে গিয়েছে ভারতীয় দল। তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে এসেছেন রোহিত শর্মারা। নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে টানা দু’টি সিরিজ় হারের প্রভাব পড়েছে ক্রমতালিকায়। ভারতের রেটিং পয়েন্ট ১০৫। শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের রেটিং পয়েন্ট ১২৬। দু’ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। বেন স্টোকসদের রেটিং পয়েন্ট ১১৩। এক ধাপ নেমে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার দলের রেটিং পয়েন্ট ১১১।

লাল বলের ক্রিকেটের ক্রমতালিকায় নেমে গেলেও সাদা বলের দু’টি ফরম্যাটেই শীর্ষ স্থান ধরে রেখেছে ভারত। এক দিনের ক্রিকেটে রোহিত শর্মার দলের রেটিং পয়েন্ট ১২৪। দ্বিতীয় স্থানে থাকা নিউ জ়িল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৯। একই রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া।

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষে থাকা সূর্যকুমার যাদবের দলের রেটিং পয়েন্ট ২৭১। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ২৬২। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ২৫৪। এক দিনের ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এবং ২০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জয়ের সুফল পেয়েছে ভারতীয় দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement