শুভমন গিল। ছবি: পিটিআই।
শাস্তি পাতে পারেন শুভমন গিল। ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ খেলছেন হেডিংলেতে। এই ম্যাচেই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। শাস্তি এড়ানোর সুযোগও রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পোশাক-বিধি ভঙ্গ করেছেন শুভমন। শুক্রবার তিনি ব্যাট করতে নামেন কালো রঙের মোজা পরে। এ জন্য শাস্তি হতে পারে ভারতীয় দলের অধিনায়কের। আইসিসির ১৯.৪৫ নম্বর নিয়ম অনুযায়ী, টেস্ট ম্যাচে যে কোনও রঙের মোজা ব্যবহার করতে পারেন না ক্রিকেটারেরা। সাদা পোশাকের সঙ্গে ব্যবহার করা যায় সাদা, হালকা ধূসর অথবা ক্রিম রঙের মোজা। এ ছাড়া অন্য কোনও রঙের মোজা ব্যবহারের নিয়ম নেই। অথচ ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিন শুভমন খেলেছেন কালো রঙের মোজা পরে। আইসিসির পোশাক-বিধি না মানায় শাস্তি পেতে পারেন শুভমন।
কেমন শাস্তি হতে পারে ভারতীয় দলের অধিনায়কের? শুভমনের দোষ প্রমাণিত হলে, তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। শুভমন যদি ম্যাচ রেফারিকে বোঝাতে পারেন, এই ভুল অনিচ্ছাকৃত এবং অজ্ঞতার ফল, তা হলে শাস্তি এড়াতে পারবেন। শুধু টেস্ট ক্রিকেটেই নয়, এক দিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেটেও নির্দিষ্ট রঙের মোজা ব্যবহার করতে হয় ক্রিকেটারদের। টেস্টের মতোই সাদা, হালকা ধূসর বা ক্রিম ছাড়া জার্সির ট্রাউজার্সের রঙের মোজা ব্যবহার করা যায়।
শুক্রবার কালো মোজা পরে খেলতে নেমেছিলেন শুভমন গিল। ছবি: পিটিআই।
আইসিসির পোশাক-বিধি ভেঙে বিতর্কে জড়ালেও শুভমন ব্যাট হাতে সাফল্য পেয়েছেন অধিনায়ক হিসাবে। প্রথম দিনের শেষে ১২৭ রানে অপরাজিত রয়েছেন তিনি।