Virat Kohli

India vs England 2022: ‘ছোট’ চোট নিয়ে বিরাট অনিশ্চয়তা! দ্বিতীয় এক দিনের ম্যাচেও কোহলীকে নিয়ে বড় প্রশ্ন

চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলতে পারেননি বিরাট। দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ১৬:০৬
Share:

দ্বিতীয় এক দিনের ম্যাচে অনিশ্চিত বিরাট। —ফাইল চিত্র

দ্বিতীয় এক দিনের ম্যাচেও অনিশ্চিত বিরাট কোহলী। প্রথম এক দিনের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন যে, বিরাটের একটা ছোট চোট রয়েছে। কিন্তু দ্বিতীয় এক দিনের ম্যাচের আগেও বিরাটের চোট সারিয়ে মাঠে ফেরা অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বিরাটের চোটের এখন যা অবস্থা তাতে বৃহস্পতিবার তাঁর মাঠে নেমে পড়া কঠিন। দ্বিতীয় এক দিনের ম্যাচেও প্রথম একাদশের বাইরে থাকতে পারেন বিরাট। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও পর্যন্ত বিরাটের খেলা বা না খেলা নিয়ে কিছু জানানো হয়নি। ভারতীয় দল শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাইছে বিরাটের জন্য। টসের আগেও সুস্থ হয়ে উঠলে বিরাটকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচ জিতলেই এক দিনের সিরিজ ভারতের।

মঙ্গলবারের ম্যাচেও টস অবধি অপেক্ষা করে তবেই বিরাটকে বাদ দিয়েছিল ভারত। মঙ্গলবার ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বিরাট কোহলী এবং অর্শদীপ সিংহের চোট রয়েছে।

Advertisement

বিরাট না খেললেও প্রথম এক দিনের ম্যাচে জিততে ভারতের কোনও অসুবিধা হয়নি। ইংল্যান্ডকে ১১০ রানে শেষ করে দেয় তারা। যশপ্রীত বুমরা একাই নেন ছ’উইকেট। ওপেন করতে নেমে রোহিত শর্মা এবং শিখর ধবন জয়ের রান তুলে নেন। ১০ উইকেটে ম্যাচ জেতে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন