India vs Australia

একের পর এক ক্রিকেটারের চোট, ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দল এখন হাসপাতাল

দেশে ফিরে যাচ্ছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার এক দিনের সিরিজ়ের আগে আবার ভারতে আসতে পারেন। বাঁহাতের কনুইতে বল লেগেছিল ওয়ার্নারের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৪
Share:

শেষ দু’টি টেস্টে খেলতে পারবেন না ডেভিড ওয়ার্নার। —ফাইল চিত্র

ভারতে খেলতে আসা অস্ট্রেলিয়া দলের একের পর এক ক্রিকেটারের চোট। দ্বিতীয় টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সেই ম্যাচে তাঁর বদলে খেলতে নামেন ম্যাট রেনশঁ। পরের দু’টি টেস্টেও অনিশ্চিত ছিলেন তিনি। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল যে শেষ দু’টি টেস্টে খেলতে পারবেন না ওয়ার্নার।

Advertisement

দেশে ফিরে যাচ্ছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার এক দিনের সিরিজ়ের আগে আবার ভারতে আসতে পারেন। বাঁ হাতের কনুইতে বল লেগেছিল ওয়ার্নারের। দ্বিতীয় টেস্টে ব্যাট করার সময় মহম্মদ সিরাজের বল হাতে লেগে মাথায় লেগেছিল তাঁর। সেই কারণে ওয়ার্নারের বদলে রেনশঁকে মাঠে নামানো হয়েছিল। প্রথমে মনে করা হয়েছিল হাতের চোট খুব বড় নয়। কিন্তু পরে বোঝা যায় যে, হাড়ে চোট রয়েছে তাঁর। সারতে সময় লাগবে।

ওয়ার্নারের বদলে যদিও কোনও ব্যাটারকে দলে নিচ্ছে না অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড দলে রয়েছেন। তিনি ওপেন করবেন। দিল্লি টেস্টে দ্বিতীয় ইনিংসে যেমন তাঁকে ওপেন করতে দেখা গিয়েছিল। ঘরোয়া ক্রিকেটে যদিও মাত্র দু’বার ওপেন করেছিলেন তিনি।

Advertisement

তৃতীয় টেস্ট ইনদওরে। সেখানে খেলার জন্য তৈরি ক্যামেরন গ্রিন। চোটের কারণে আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন জস হ্যাজেলউড। তাঁর জায়গায় দেখা যেতে পারে গ্রিনকে। সুস্থ হয়ে উঠেছেন মিচেল স্টার্কও। অধিনায়ক প্যাট কামিন্স দেশে ফিরে যাওয়ায় তাঁর জায়গা নিতে পারেন অভিজ্ঞ বাঁহাতি পেসার। যদিও ইনদওর টেস্টের আগে কামিন্সের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। দলে ফিরে এসেছেন মিচেল সোয়েপসনও। তাঁরা ফিরে আসায় দলের কিছু ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে অস্ট্রেলিয়া। ঘরোয়া ক্রিকেটে খেলতে পাঠিয়ে দেওয়া হতে পারে তাঁদের। যদিও সেই সিদ্ধান্ত এখনও জানায়নি বোর্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন