India vs New Zealand 2023

ম্যাচ জিতেও লখনউয়ের উইকেট নিয়ে ক্ষুব্ধ হার্দিক

রবিবারের ম্যাচে দু’দল মিলিয়ে করেছে ২০০ রান। উইকেট পড়েছে ১২টি। ম্যাচের পর উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন হার্দিক। আরও ভাল উইকেটে ম্যাচের দাবি জানালেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ২৩:০৯
Share:

ম্য়াচ জিতলেও লখনউয়ের উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ হার্দিকের। ছবি: টুইটার।

নিউ জ়িল্যান্ডের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিলেন হার্দিক পাণ্ড্যরা। রবিবার লখনউয়ের জয় স্বস্তি ফেরাল ভারতীয় শিবিরে। ম্যাচের পর অধিনায়ক হার্দিক মেনেও নিলেন স্বস্তির কথা।

Advertisement

হার্দিক জানিয়েছেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তাঁরা। উইকেট কঠিন হলেও আশা ছাড়েননি। তিনি বলেছেন, ‘‘উইকেট থেকে বোলাররা যথেষ্ট সাহায্য পেয়েছে। এই উইকেটে ১২০ রান তুললেই জেতা সম্ভব। তার থেকে আমাদের লক্ষ্য কিছুটা কমই ছিল তাই। আশা ছাড়িনি।’’

কঠিন ম্যাচ জেতা নিয়ে হার্দিক বলেছেন, ‘‘অনেক সময়ই পরিস্থিতি অনুকূলে থাকে না। এই রকম পরিস্থিতি আতঙ্কিত হয়ে পড়লে সমস্যা হয়। দলের কেউ যাতে আতঙ্কিত না হয়ে পড়ে, সেটা নিশ্চিত করতে চেয়েছিলাম। ঝুঁকি না নিয়ে বল বুঝে খেলার পরিকল্পনা ছিল আমাদের।’’ ম্যাচ জিতলেও ভারতীয় দলের অধিনায়কের গলায় শোনা গিয়েছে উইকেটের সমালোচনা। হার্দিক বলেছেন, ‘‘এই রকম উইকেট আমাদের কাছে একটা ধাক্কা। আমাদের আরও ভাল উইকেট রয়েছে। খেলা যাতে ভাল উইকেটে হয়, তা নিশ্চিত করতে হবে। এই রকম উইকেটে ১২০ রান তুললেই জেতা সম্ভব।’’

Advertisement

কঠিন উইকেটে ম্যাচ বের করার নির্দিষ্ট পরিকল্পনা ছিল ভারতীয় দলের। হার্দিক বলেছেন, ‘‘আমাদের পরিকল্পনা ছিল উইকেট বাঁচিয়ে খেলা। ঝুঁকি না নেওয়া এবং সুযোগ মতো রান তুলে স্কোর বোর্ডকে সচল রাখা। শিশির অবশ্য তেমন প্রভাব ফেলেনি। তবে নিউ জ়িল্যান্ডের বোলাররা আমাদের থেকে বেশি স্পিন করিয়েছে বল। উইকেটের চরিত্র আমাদের হতাশ করেছে। জোরে বোলারদের জন্যও এই উইকেট ভাল নয়।।’’

উল্লেখ্য, রবিবারের ম্যাচে দু’দল মিলিয়ে করেছে ২০০ রান। উইকেট পড়েছে ১৪টি। লখনউয়ের উইকেট খুশি করেনি নিউ জ়িল্যান্ড শিবিরকেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন