india cricket

India Vs New Zealand 2021: দ্বিতীয় দিনের শেষে কোহলীরা এগিয়ে ৩৩২ রানে

দেড়শো রান করলেন ময়াঙ্ক আগরওয়াল। অর্ধশতরান অক্ষর পটেলের। তবে একাই ১০ উইকেট নিয়ে ভারতের ইনিংস শেষ করে দিলেন কিউয়ি স্পিনার অজাজ পটেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ০৯:৩২
Share:

ভাল খেলছেন ভারতের দুই ওপেনার ছবি: টুইটার থেকে।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৭:২৯ key status

কোহলীরা এগিয়ে ৩৩২ রানে

দ্বিতীয় দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ৬৯। ময়াঙ্ক ৩৮ ও পুজারা ২৯ রান করে ব্যাট করছেন। ভারত এগিয়ে ৩৩২ রানে।

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৬:৪২ key status

ভারতের লিড আরও বাড়ল

সাবলীল ভাবে খেলছেন ময়াঙ্ক ও পুজারা। ১৩ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৩৯। ময়াঙ্ক ১৪ ও পুজারা ২৫ রান করে খেলছেন। ৩০২ রানে এগিয়ে কোহলীরা। 

Advertisement
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৬:১৯ key status

দ্বিতীয় ইনিংসে ভাল শুরু ভারতের

ভাল খেলছেন ভারতের দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পুজারা। দলের রান বিনা উইকেটে ২৪। এখনও পর্যন্ত ২৮৭ রানে এগিয়ে বিরাট কোহলীরা।  

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৫:৪২ key status

৬২ রানে অলআউট নিউজিল্যান্ড

৬২ রানে অলআউট নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২৬৩ রানের লিড নিল ভারত।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৫:৩৯ key status

নিউজিল্যান্ডের নবম উইকেটের পতন

উইলিয়াম সোমারভিলকে শূন্য রানে ফেরালেন অশ্বিন। নিউজিল্যান্ডের রান ৯ উইকেটে ৬২। 

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৫:১৩ key status

ফিরলেন সাউদি

দ্বিতীয় বলেই ফিরলেন সাউদি। ০ রান করেছেন তিনি। তৃতীয় উইকেট হল অশ্বিনের।

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৫:১০ key status

ফিরলেন ব্লান্ডেল

কিউয়িদের আবার ধাক্কা দিলেন অশ্বিন। ৮ রানে ফিরলেন ব্লান্ডেল।

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৪:৪১ key status

রচিনকে আউট করলেন জয়ন্ত

চা বিরতির আগে রচিন রবীন্দ্রকে আউট করলেন জয়ন্ত যাদব। চা বিরতিতে দলের রান ৬ উইকেটে ৩৮। 

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৪:২৯ key status

নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের পতন

রবিচন্দ্রন অশ্বিন আউট করলেন হেনরি নিকোলসকে। ৩১ রানে পাঁচ উইকেট পড়ল নিউজিল্যান্ডের। 

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৪:২১ key status

মিচেলকে ফেরালেন অক্ষর

নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। ড্যারিল মিচেলকে আউট করলেন অক্ষর পটেল। দলের রান ৪ উইকেটে ২৮। 

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৩:৪৯ key status

টেলরকেও ফেরালেন সিরাজ

আগুন ঝরাচ্ছেন মহম্মদ সিরাজ। রস টেলরকেও আউট করলেন তিনি। নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ১৭। 

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৩:৩৮ key status

নিউজিল্যান্ডের দুই ওপেনারকে ফেরালেন সিরাজ

শুরুতেই নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও টম লাথামকে আউট করলেন মহম্মদ সিরাজ। ১৫ রানে ২ উইকেট পড়ল নিউজিল্যান্ডের।  

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১২:৫৯ key status

নিজের নবম উইকেট নিলেন অজাজ

জয়ন্ত যাদবকে ১২ রানের মাথায় আউট করে নিজের নবম উইকেট নিলেন অজাজ পটেল।  

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১২:৫৩ key status

৮ উইকেট নিলেন অজাজ পটেল

নিজের অষ্টম উইকেট নিলেন অজাজ পটেল। ৫২ রান করে তাঁর বলে আউট হন অক্ষর পটেল। ভারতের রান ৮ উইকেটে ৩১৬। 

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১২:২৭ key status

দেড়শো করে অজাজের বলে আউট ময়াঙ্ক

দেড়শো রান করলেন ভারতীয় ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। যদিও তার পরেই অজাজ পটেলের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন তিনি। নিজের ৭ নম্বর উইকেট নিলেন অজাজ। 

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১১:৩৭ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ২৮৫/৬

প্রাথমিক ধাক্কা সামলে দলের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ময়াঙ্ক আগরওয়াল ও অক্ষর পটেল। মধ্যাহ্নভোজের বিরতিতে দলের রান ৬ উইকেটে ২৮৫। ময়াঙ্ক ১৪৬ ও অক্ষর ৩২ রান করে ব্যাট করছেন। 

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১১:০২ key status

৯০ ওভারে ভারতের রান ৬ উইকেটে ২৬৩

ভাল ব্যাট করছেন ময়াঙ্ক ও অক্ষর। ৯০ ওভারে ভারতের রান ৬ উইকেটে ২৬৩। ময়াঙ্ক ১৩৮ ও অক্ষর ২২ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১০:২১ key status

২৫০ রান পার ভারতের

পর পর দু’উইকেট পড়ার পরে জুটি বেঁধেছেন ময়াঙ্ক আগরওয়াল ও অক্ষর পটেল। ৮২ ওভার শেষে ভারতের রান ৬ উইকেটে । ময়াঙ্ক ১৩১ ও অক্ষর ১৮ রান করে ব্যাট করছেন। 

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ০৯:৪২ key status

শুরুতেই পর পর ধাক্কা দিলেন অজাজ

দ্বিতীয় দিনের শুরুতেই পর পর দু’বলে ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রন অশ্বিনকে আউট করলেন অজাজ পটেল। ঋদ্ধি ২৭ ও অশ্বিন শূন্য করে আউট হন। ভারতের রান ৬ উইকেটে ২২৪। 

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ০৯:২১ key status

দ্বিতীয় দিনের খেলা শুরু

প্রথম দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ২২১। ময়াঙ্ক আগরওয়াল ১২০ ও ঋদ্ধিমান সাহা ২৫ রান করে খেলছিলেন। দ্বিতীয় দিনের খেলা শুরু করলেন তাঁরা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement