india cricket

India Vs New Zealand 2021: তৃতীয় দিনের খেলা শেষ, নিউজিল্যান্ড ১৪০/৫, এখনও দরকার ৪০০ রান

দ্বিতীয় দিন নিউজিল্যান্ডকে ৬২ রানে অলআউট করে বড় লিড নিয়েছেন কোহলীরা। তৃতীয় দিন কিউয়িদের জন্য বড় টার্গেট দেওয়ার লক্ষ্যে নেমেছেন ময়াঙ্করা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ০৯:৪০
Share:

ভাল জায়গায় ভারত ছবি: টুইটার থেকে।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৭:৩৩ key status

তৃতীয় দিনের খেলা শেষ

তৃতীয় দিনের খেলা শেষ। নিউজিল্যান্ডের রান ৫ উইকেটে ১৪০। এখনও জয়ের জন্য দরকার ৪০০ রান।

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৬:৫৯ key status

রানআউট ব্লান্ডেল

শূন্য রানের মাথায় রানআউট হয়ে গেলেন টম ব্লান্ডেল। ১২৯ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে নিউজিল্যান্ডের। 

Advertisement
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৬:৪৯ key status

আউট মিচেল

৬০ রান করে অক্ষর পটেলের বলে আউট হয়ে গেলেন ড্যারিল মিচেল। নিউজিল্যান্ডের চতুর্থ উইকেট পড়ল। এখনও জয়ের জন্য দরকার ৪১২ রান। 

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৬:৩৪ key status

অর্ধশতরান করলেন মিচেল

অর্ধশতরান করলেন কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেল। ৩৪ ওভারে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ১২১। এখনও দরকার ৪১৯ রান 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৫:২৮ key status

তৃতীয় উইকেট অশ্বিনের

রস টেলরকেও আউট করলেন রবিচন্দ্রন অশ্বিন। ৫৫ রানে ৩ উইকেট পড়ল নিউজিল্যান্ডের। 

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৫:২১ key status

নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন

৪৫ রানে দ্বিতীয় উইকেট পড়ল নিউজিল্যান্ডের। উইল ইয়ংকে ফেরালেন অশ্বিন। 

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৪:১৯ key status

লাথামকে আউট করলেন অশ্বিন

নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দলের ১৩ রানের মাথায় আউট টম লাথাম। 

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৩:৫২ key status

ডিক্লেয়ার করল ভারত

জয়ন্ত যাদব আউট হতেই ৭ উইকেটে ২৭৬ রানে ডিক্লেয়ার করলেন বিরাট কোহলী। নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ৫৪০ রান। 

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৩:৪৭ key status

রবীন্দ্র ফেরালেন ঋদ্ধিকেও

রচিন রবীন্দ্রর বলে ১৩ রানে আউট ঋদ্ধিমান সাহা। ভারতের রান ৬ উইকেটে ২৬৫।  

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৩:১৯ key status

আউট কোহলী

৩৬ রানের মাথায় বিরাট কোহলীকে বোল্ড করলেন রচিন রবীন্দ্র। ভারতের রান ৫ উইকেটে ২১৭। 

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৩:১৫ key status

শ্রেয়সকেও ফেরালেন অজাজ

আরও একটি উইকেট নিলেন অজাজ পটেল। ১৪ রান করে তাঁর বলে আউট হলেন শ্রেয়স আয়ার। ভারতের রান ৪ উইকেটে ২১১। ৪৭৪ রানে এগিয়ে কোহলীরা। 

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৩:০১ key status

অর্ধশতরান হাতছাড়া শুভমনের

অর্ধশতরান হাতছাড়া হল শুভমন গিলের। ৪৭ রানে রচিন রবীন্দ্রর বলে আউট হলেন তিনি। দলের রান ৩ উইকেটে ১৯৭। ৩৫ রান করে খেলছেন বিরাট কোহলী।  

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১২:৩৯ key status

ভাল খেলছেন শুভমন-কোহলী

ভারতের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলী ও শুভমন গিল। ৫৩ ওভারে ভারতের রান ২ উইকেটে ১৭৬। ভারত এগিয়ে ৪৩৯ রানে। শুভমন ৩৮ ও কোহলী ২৪ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১১:৩৩ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ২ উইকেটে ১৪২

তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ২ উইকেটে ১৪২। নিউজিল্যান্ডের থেকে ৪০৫ রানে এগিয়ে ভারত। কোহলী ১১ ও শুভমন ১৭ রান করে ব্যাট করছেন। 

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১১:১৯ key status

৪৩ ওভারে ভারতের রান ২ উইকেটে ১৩৩

ক্রিজে রয়েছেন বিরাট কোহলী ও শুভমন গিল। ৪৩ ওভারে ভারতের রান ২ উইকেটে ১৩৩। কোহলী ৬ ও শুভমন ১৫ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১০:৪৯ key status

পুজারাকেও ফেরালেন অজাজ

অর্ধশতরান হল না চেতেশ্বর পুজারার। ৪৭ রানের মাথায় তাঁকে আউট করলেন অজাজ পটেল। ৩৬ ওভারে ভারতের রান ২ উইকেটে ১১৫।  

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১০:২২ key status

ভারতকে প্রথম ধাক্কা দিলেন সেই অজাজ

দ্বিতীয় ইনিংসেও ভারতকে প্রথম ধাক্কা দিলেন সেই অজাজ পটেল। ৬২ রান করে আউট ময়াঙ্ক আগরওয়াল। ভারতের রান ১ উইকেটে ১০৭। 

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ০৯:৫১ key status

অর্ধশতরান ময়াঙ্কের

প্রথম ইনিংসে দেড়শোর পরে দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন ময়াঙ্ক আগরওয়াল। ২৬ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৯৯। ময়াঙ্ক ৫৬ ও পুজারা ৪১ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ০৯:৪০ key status

তৃতীয় দিনের খেলা শুরু

তৃতীয় দিনের খেলা শুরু করলেন ময়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পুজারা। ২৩ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৮২। ময়াঙ্ক ৪৩ ও পুজারা ৩৭ রান করে খেলছেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement