India vs South Africa 2021-22

শার্দূলের সাত উইকেট, দিনের শেষে চাপে ভারত, কেমন ছিল দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন

প্রথম দিনে ২০২ রানে অলআউট হয়ে যায় ভারত। প্রথম দিনের শেষে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৫/১।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৩:২৮
Share:

আউট রাহুল। ছবি: টুইটার থেকে

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ২১:০৯ key status

দ্বিতীয় দিনের খেলা শেষ

শার্দূলের সাত উইকেট, দিনের শেষে চাপে ভারত, কেমন ছিল দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ২০:২৮ key status

আউট মায়াঙ্ক

অলিভিয়েরের বলে এলবিডব্লিউ মায়াঙ্ক। বল বুঝতেই পারলেন না তিনি। ছেড়ে দিয়েছিলেন বাইরের বল ভেবে। সেই বল ভিতরে ঢুকে নিয়ে নিল তাঁর উইকেট।

Advertisement
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ২০:০৮ key status

ফিরে গেলেন রাহুল

দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার জানসেনের বলে ফিরলেন রাহুল। এডেন মার্করামের হাতে স্লিপে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৯:৩৭

অলআউট দক্ষিণ আফ্রিকা

২২৯ রানে শেষ দক্ষিণ আফ্রিকা। ২৭ রানে লিড নিল তারা। ৭ উইকেট নিলেন শার্দূল। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৯:০৩

আউট মহারাজ

বুমরার বলে বোল্ড মহারাজ। আট উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৮:৫১

ভারতের রান টপকে গেল দক্ষিণ আফ্রিকা

প্রথম ইনিংসে ২০২ রান করেছিল ভারত। সেই রান টপকে গেল দক্ষিণ আফ্রিকা। ক্রিজে রয়েছেন জানসেন এবং মহারাজ। সাত উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৮:২১ key status

চা বিরতি

ভারতের থেকে মাত্র ১১ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। তবে তাদের হাতে মাত্র তিন উইকেট। শামি, শার্দূলদের দাপটে ঘরের মাঠে চাপের মুখে দক্ষিণ আফ্রিকা। 

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৮:০১ key status

শামি ফেরালেন রাবাডাকে

সপ্তম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। রাবাডার উইকেট নিলেন শামি। সিরাজের হাতে ক্যাচ দিলেন রাবাডা। ভারতের থেকে এখনও ২৩ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৭:৫২ key status

পাঁচ উইকেট শার্দূলের

টেস্টে প্রথম বার পাঁচ উইকেট নিলেন শার্দূল। বাভুমাকে ফিরিয়ে দিলেন তিনি।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৭:৪২ key status

চতুর্থ উইকেট শার্দূলের

আউট হলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কাইল ভেরেইন। তাঁকে এলবিডব্লিউ করলেন শার্দূল। ভারতকে লড়াইয়ে রাখছেন তিনিই।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৬:৪৭

দ্বিতীয় সেশনে উইকেটের সন্ধানে ভারত

দ্বিতীয় দিন প্রথম সেশনের শেষবেলায় শার্দূল ম্যাচে ফিরিয়ে এনেছেন ভারতকে। চার উইকেট হারিয়ে কিছুটা চাপে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় সেশনে এখনও উইকেট নিতে পারেনি ভারত। শামিদের বল খেলতে চাপে পড়ছেন বাভুমারা। কিন্তু এখনও ক্রিজে টিকে রয়েছেন তাঁরা। আউটের জন্য বেশ কিছু আবেদন করলেও দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এখনও উইকেট আসেনি।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৫:৩৫ key status

আউট দুসেন

তৃতীয় উইকেট নিলেন শার্দূল। মধ্যাহ্নভোজের আগে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০২/৪। দ্বিতীয় দিনের সকালে ম্যাচে ফিরে এল ভারত। দুসেনের আউট নিয়ে যদিও সন্দেহ রইল। তিনি মাঠ ছেড়ে বার হয়ে গেলেও দেখা যায় বল পন্থের গ্লাভসে পৌছনোর আগে মাটি ছুঁয়েছে।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৫:২৯

শামির প্রশংসা গাওস্করের গলায়

শামির একটি বাউন্সার কোনও রকমে সামলালেন দক্ষিণ আফ্রিকার দুসেন। ধারাভাষ্য দেওয়ার সময় শোনা গেল উচ্ছ্বসিত গাওস্করের গলা। তিনি বলেন, ‘‘এটাই চাই। বলের চামড়ার গন্ধ পাক ব্যাটার।’’ দুসেনের নামের সামনে দিয়েই প্রায় উড়ে গেল শামির বল।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৫:২৫ key status

আউট পিটারসেন

ফের সাফল্য শার্দূলের। ভারতীয় পেসারের বলে ক্যাচ দিলেন দক্ষিণ আফ্রিকার পিটারসেন। প্রথম দিনের শেষে ক্রিজে থাকা দুই ব্যাটারকেই সাজঘরের পথ দেখালেন শার্দূল। ৬২ রান করেন পিটারসেন।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৫:০৬ key status

টেস্টে প্রথম অর্ধশতরান পিটারসেনের

২৮ বছরে কিগান পিটারসেন চতুর্থ টেস্ট খেলতে নেমেছেন। সেই ম্যাচেই প্রথম বার লাল বলে অর্ধশতরান করলেন তিনি। এর আগে তাঁর সর্বোচ্চ রান ছিল ১৯।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৫:০১ key status

আউট এলগার

দিনের প্রথম সাফল্য। দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে সাজঘরে ফেরালেন শার্দূল ঠাকুর।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৪:২৬

বোলার বদল

আক্রমণে এলেন সিরাজ এবং অশ্বিন। উইকেট পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৪:০৯

উইকেটের আশায় ভারত

মনে করা হয়েছিল বুমরার বল এলগারের ব্যাট ছুঁয়ে পন্থের হাতে জমা পড়ে। কিন্তু তৃতীয় আম্পায়ারের সাহায্য নিলে দেখা যায় বল ব্যাটে লাগেনি। ব্যাট মাটিতে লাগায় আওয়াজ হয়েছে। তাই এখনও ক্রিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৩:৫০

লক্ষ্যে স্থির শামি-বুমরা

লাইন, লেংথে অবিচল ভারতের দুই পেসার। দ্বিতীয় দিনে এখনও উইকেট না পেলেও দুই ব্যাটারকেই চাপে রেখেছেন শামি, বুমরা।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৩:৪০

দ্বিতীয় দিনে বোলিং শুরু করলেন শামি

প্রথম দিন দক্ষিণ আফ্রিকার এক মাত্র উইকেটটি নিয়েছিলেন শামি। তাঁকে দিয়েই দ্বিতীয় দিনের বোলিং শুরু করালেন রাহুল। সঙ্গী বুমরা। দিনের শুরুতে এখনও উইকেট পড়েনি। ব্যাট করছেন এলগার এবং পিটারসেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement