India vs Sri Lanka 2023

ইডেন ম্যাচের আগে শ্রীলঙ্কার একাধিক ক্রিকেটারের চোট, অনিশ্চিত জোরে বোলার

ইডেনে সমতা ফেরানোর লড়াইয়ের আগে বিপাকে শনকারা। একাধিক ক্রিকেটারের চোট আঘাত রয়েছে। দলের অন্যতম প্রধান জোরে বোলারের খেলার সম্ভাবনা প্রায় নেই। তাঁর কাঁধের হাড় সরে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৯:৪১
Share:

শ্রীলঙ্কা শিবিরে একাধিক ক্রিকেটারের চোট রয়েছে। ছবি: টুইটার।

ইডেনে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে অনিশ্চিত শ্রীলঙ্কার অন্যতম গুরুত্বপূর্ণ বোলার দিলশান মদুশঙ্কা। মঙ্গলবার গুয়াহাটির ম্যাচে ফিল্ডিং করার সময় আঘাত পান বাঁহাতি জোরে বোলার। তাঁর ডান কাঁধের হাড় সরে গিয়েছে।

Advertisement

আউট ফিল্ডে ঝাঁপিয়ে বল আটকাতে গিয়ে চোট পান মদুশঙ্কা। তাঁর ডান কাঁধের উপর পুরো শরীরের ভার পড়ে। ম্যাচের পর এক্স-রে এবং এমআরআই করানো হয়। তাতে দেখা যায় ২২ বছরের জোরে বোলারের ডান কাঁধের হাড় সরে গিয়েছে। তাঁর চোট পাওয়ার কথা বুধবার সরকারি ভাবে জানিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা। একই সঙ্গে জানানো হয়েছে, মদুশঙ্কার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন দলের মেডিক্যাল স্টাফরা। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার কলকাতায় তাঁর খেলার সম্ভাবনা নিয়ে কিছু জানায়নি। যদিও শ্রীলঙ্কা দল সূত্রে খবর, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে তরুণ জোরে বোলারের খেলার সম্ভাবনা নেই। চোট পাওয়ায় প্রথম ম্যাচে তিনি ১০ ওভার বল করতে পারেননি। ৬ ওভার বল করে ৪৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করেন তিনি।

শুধু মদুশঙ্কার চোট নয়, দাসুন শনকার দলকে উদ্বেগে রেখেছে আরও এক ক্রিকেটারের চোট। মঙ্গলবারের ম্যাচ শুরু হওয়ার ঠিক আগেই বলের আঘাতে ঠোঁট ফেটে যায় চামিকা করুণারত্নের। তাঁর উপরের ঠোঁটে তিনটি সেলাই করতে হয়। সেলাই নিয়েই প্রথম এক দিনের ম্যাচে খেলেন অলরাউন্ডার। দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলতে করুণারত্নের খেলতে সমস্যা হবে না বলেই মনে করছেন সফরকারীরা। প্রথম ম্যাচে করুণারত্নে আট ওভার বল করে ৫৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। পরে ব্যাট হাতে করেছেন ২১ বলে ১৪ রান।

Advertisement

তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬৭ রানে হেরেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার ইডেনে সমতা ফেরানোর লক্ষ্যে নামবেন শনকারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচেই তাঁরা পাবেন না বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্রকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন