India vs Sri Lanka 2023

চোট সারিয়ে জাডেজার প্রত্যাবর্তন কি হচ্ছে? জানিয়ে দিলেন রাহুল দ্রাবিড়

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অক্ষর ব্যাটে, বলে নজর কাড়েন। ৪ ওভারে মাত্র ২৪ রান দেন তিনি। তুলে নেন ২ উইকেট। ব্যাট হাতে ৩১ বলে ৬৫ রান করেন অক্ষর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ১৬:১২
Share:

রবীন্দ্র জাডেজাকে নিয়ে আশার কথা শোনালেন কোচ রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র

এশিয়া কাপের সময় চোট পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা। সেই চোটের কারণে এখনও পর্যন্ত মাঠের বাইরে তিনি। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তিনি দ্রুত ভারতীয় দলে ফিরবেন বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড়। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে হারলেও ভারতীয় দলের স্পিনারদের নিয়ে খুশি কোচ। পুণেতে ১৬ রানে হেরে যায় ভারত।

Advertisement

দ্রাবিড় মনে করছেন ভারতীয় দলের বোলিং আক্রমণের শক্তি স্পিনার-অলরাউন্ডাররা। তিনি বলেন, “এই মুহূর্তে দলে একাধিক স্পিনার-অলরাউন্ডার। অক্ষর দলে রয়েছে। এ ছাড়াও শাহবাজ় আহমেদ রয়েছে। ওয়াশিংটন সুন্দর রয়েছে। কিছু দিনের মধ্যে রবীন্দ্র জাডেজাও ফিরে আসবে। এটা আমাদের দলের জন্য খুব ভাল দিক।”

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অক্ষর ব্যাটে, বলে নজর কাড়েন। ৪ ওভারে মাত্র ২৪ রান দেন তিনি। তুলে নেন ২ উইকেট। ব্যাট হাতে ৩১ বলে ৬৫ রান করেন অক্ষর। এক সময় মনে হচ্ছিল ভারতকে জিতিয়ে দিতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হেরে যায় ভারত। তাঁর সম্পর্কে দ্রাবিড় বলেন, “আমার মনে হয় টি-টোয়েন্টি ক্রিকেটে অক্ষর যখনই সুযোগ পেয়েছে, তখনই নিজেকে প্রমাণ করেছে। এটা দলের জন্য খুব ভাল দিক। অক্ষর ভাল খেলায় ওয়াশিংটনের মতো ক্রিকেটার সুযোগ পাচ্ছে না। খুব ভাল ব্যাটও করছে অক্ষর। জাডেজা ফিরে এলে আমাদের হাতে স্পিনার-অলরাউন্ডারের সংখ্যা আরও বাড়বে। আরও বাছাই করার সুযোগ থাকবে।”

Advertisement

দ্রাবিড় মনে করেন জাডেজার অনুপস্থিতিতে অক্ষর তাঁর অভাব ঢেকে দিয়েছে। দ্রাবিড় বলেন, “অক্ষর যখনই সুযোগ পেয়েছে, কাজে লাগিয়েছে। জাডেজা বেশ কিছু দিন ক্রিকেটের বাইরে। এর মাঝে টেস্ট, এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টিতে ব্যাটে, বলে সফল হয়েছে অক্ষর। ব্যাটিং উন্নতি হয়েছে ওর। খুব পরিশ্রম করছে।”

পুণেতে প্রথমে ব্যাট করে ২০৬ রান তোলে শ্রীলঙ্কা। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৯০ রানে। ১৬ রানে হারে হার্দিক পাণ্ড্যর দল। অক্ষর কম রান দিলেও বাকি বোলাররা প্রচুর রান দিয়ে ফেলেন। ব্যাট হাতেও ব্যর্থ হন শুভমন গিলরা। সূর্যকুমার যাদব এবং অক্ষর মিলে জয়ের পথে এগিয়ে নিয়ে গেলেও কাজটা শেষ করতে পারেননি। দুই দল আবার মুখোমুখি হবে শনিবার। রাজকোটে সিরিজ়ের শেষ ম্যাচে খেলতে নামবে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন