Virat Kohli

India Vs Sri Lanka 2022: মোহালির ‘দুর্গে’ অতীত রেকর্ড বজায় রাখতে চাইছেন রোহিতরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে জিতেই শুরু করতে চাইবে ভারত। এই টেস্ট আরও দু’টি কারণে উল্লেখযোগ্য। এক, অধিনায়ক হিসাবে রোহিত শর্মার প্রথম টেস্ট। দুই, বিরাট কোহলীর শততম টেস্ট। দু’জনেই তাই এই টেস্টকে স্মরণীয় করে রাখতে চাইবেন। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১৮:৪৪
Share:

মোহালিতে খেলতে ভালবাসেন রোহিতরা ফাইল চিত্র

অস্ট্রেলিয়ার যেমন ব্রিসবেন, ঠিক তেমনটাই ভারতের মোহালি। পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই মাঠে ভারতের অতীত রেকর্ড অন্য যে কোনও মাঠের থেকে ভাল। সেই রেকর্ড শ্রীলঙ্কার বিরুদ্ধেও বজায় রাখতে চাইছেন রোহিত শর্মারা।

Advertisement

মোহালিতে ভারত প্রথম টেস্ট খেলেছিল ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে। সেই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৪৩ রানে হারতে হয়েছিল ভারতকে। সেই শুরু, সেই শেষ। তার পর থেকে এই মাঠে ১২টি টেস্ট খেলেছে ভারত। একটিও হারেনি। ২০০০ সালের পর থেকে তো ১০ টেস্টে ৭টি জিতেছে ভারত। বাকি তিনটি ড্র হয়েছে। পরিসংখ্যানের দিক দিয়ে দেখতে গেলে ভারতের অন্যতম পছন্দের মাঠ এটি।

ভারতের আরও দু’টি পছন্দের মাঠ হল কলকাতার ইডেন গার্ডেন্স ও চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম। ২০০০ সালের পর থেকে ইডেনে ১২ টেস্টে ৮টিতে জিতেছে ভারত। হেরেছে মাত্র ১টি টেস্টে। এই সময়ের মধ্যে চিপকে ১০টি টেস্টের মধ্যে ভারত জিতেছে ৬টি টেস্টে। হেরেছে ১টি টেস্ট। কিন্তু মোহালিতে ২০০০ সালের পর থেকে হারের মুখ দেখেনি ভারত।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে জিতেই শুরু করতে চাইবে ভারত। এই টেস্ট আরও দু’টি কারণে উল্লেখযোগ্য। এক, অধিনায়ক হিসাবে রোহিত শর্মার প্রথম টেস্ট। দুই, বিরাট কোহলীর শততম টেস্ট। দু’জনেই তাই এই টেস্টকে স্মরণীয় করে রাখতে চাইবেন। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন