Jhulan Goswami

Jhulan Goswami: এখনও ১৩ বছর আগের ঝুলনকে দেখতে পাই, কেন এমন বললেন অধিনায়ক হরমনপ্রীত

হরমনপ্রীত জানিয়েছেন, ২০০৯ সাল থেকে ঝুলনকে তিনি একই রকম পরিশ্রম করতে দেখছেন। তাঁর দাবি, ঝুলনের জুতোয় কেউ পা গলাতে পারবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১৯:৪১
Share:

নিজের কেরিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন ঝুলন। —ফাইল চিত্র

ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ঝুলন গোস্বামীকে প্রশংসায় ভরিয়ে দিলেন হরমনপ্রীত কৌর। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জানিয়েছেন, তিনি যে দিন জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন সে দিন থেকে ঝুলনকে একই রকম পরিশ্রম করতে দেখেছেন। ঝুলনের জুতোয় কেউ পা গলাতে পারবেন না বলে মনে করেন তিনি।

Advertisement

নিজের কেরিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন ঝুলন। ইংল্যান্ডের বিরুদ্ধেই হয়তো শেষ সিরিজ খেলবেন তিনি। যদিও এই বিষয়ে ঝুলন কিছু জানাননি। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে ঝুলনকে নিয়ে প্রশ্ন করা হলে হরমনপ্রীত বলেন, ‘‘ঝুলনদি প্রতি ম্যাচে একই রকমের আবেগ নিয়ে খেলতে নামে। ওর কোনও বিকল্প নেই। ঝুলনদির জুতোয় কেউ পা গলাতে পারবে না।’’

২০০৯ সালে ভারতীয় দলে অভিষেক হয় হরমনপ্রীতের। সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ঝুলন। তাই তাঁর কাছে ঝুলনের স্থান অনেক উঁচুতে বলে জানিয়েছেন হরমন। তিনি বলেন, ‘‘আমি যখন অভিষেক করি তখন ঝুলনদি অধিনায়ক। সেই সময় ওকে যে পরিশ্রম করতে দেখতাম আজও তাই দেখি। এখনও ঝুলনদি সামনে থেকে নেতৃত্ব দেয়। ওর কাছে অনেক কিছু শিখেছি। সেগুলো সারা জীবন মনে থাকবে।’’

Advertisement

এখনও নেটে ঝুলন কত ক্ষণ পরিশ্রম করেন তার একটি ধারণা দিয়েছেন হরমনপ্রীত। তিনি বলেন, ‘‘এখনও নেটে ২-৩ ঘণ্টা বল করে ঝুলনদি। তার পর ব্যাটিং করে। নেটেও সমান আবেগ থাকে। তাতে কোনও দিন খামতি দেখিনি।’’

২০০২ সালে ভারতীয় দলে অভিষেক হয়েছিল ঝুলনের। মহিলাদের এক দিনের ক্রিকেটে ২০১টি এক দিনের ম্যাচে ২৫২ উইকেট নিয়েছেন তিনি। ঝুলনই এক মাত্র মহিলা ক্রিকেটার যাঁর এক দিনের ম্যাচে ২০০-র বেশি উইকেট আছে। ২০১৮ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ঝুলন। ২০২১ সালের অক্টোবর মাসে শেষ টেস্ট খেলেছেন। এই বছর এক দিনের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ৫০ ওভারের ম্যাচ খেলেছেন ঝুলন। তার পর চোটের কারণে দীর্ঘ দিন দলের বাইরে ছিলেন তিনি। সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলতে নামবেন এই ডান হাতি পেসার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন