অভিষেক শর্মা। —ফাইল চিত্র।
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। তাঁর ব্যাটে জিতেছে ভারত। পাকিস্তানকে হারিয়ে পাক বোলারদের নিশানা করেছেন ভারতীয় ব্যাটার। তিনি উদাহরণ দিয়েছেন বীরেন্দ্র সহবাগের। পাক বোলারদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক।
পাকিস্তান ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে সহবাগের সঙ্গে কথা বলেন অভিষেক। সেই সময়ই পাকিস্তানের বোলারদের মান নিয়ে প্রশ্ন ওঠে। সহবাগ জিজ্ঞাসা করেন, পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে খেলতে কি কোনও সমস্যা হয়েছে তাঁর? জবাবে অভিষেক বলেন, “বীরু পাজি পাকিস্তানের যে বোলারদের সামনে খেলেছেন, আমার মনে হয় না সে রকম কোনও বোলার এখন ওদের দলে আছে।”
অভিষেকের কথা থেকে স্পষ্ট, পাকিস্তানের বোলারদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফদের বিরুদ্ধে খেলতে কোনও সমস্যা হয়নি তাঁর। তুলনায় সহবাগকে শোয়েব আখতার, ওয়াসিম আক্রমদের বিরুদ্ধে খেলতে হয়েছে। সেই সময়ের তুলনায় এখন পাকিস্তানের দলে বোলারদের মান যে অনেকটা কমেছে তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক।
পাকিস্তানের বিরুদ্ধে শতরান করার সুযোগ ছিল অভিষেকের। কিন্তু ৩৯ বলে ৭৪ রান করে আউট হয়েছেন তিনি। সহবাগ তাঁকে পরামর্শ দিয়েছেন, পরবর্তী সময়ে এই রকম পরিস্থিতিতে থাকলে শতরান করে ফিরতে। তিনি বলেন, “৭০ রান করলে শতরান করে ফিরবে। আমাকে সুনীল গাওস্কর বলেছিলেন, অবসর নেওয়ার পর বুঝতে পারবে, ৭০-৮০ রানের যে ইনিংসগুলো তুমি খেলেছ, সেগুলো শতরান করতে পারলে কী হত। আরও কত শতরান তোমার কেরিয়ারে থাকত। এই রকম সুযোগ রোজ রোজ আসে না। ভাল ফর্মে থাকলে তা কাজে লাগাও।”