শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।
আবার বিতর্কে শ্রেয়স আয়ার। ভারতের টেস্ট দলে দীর্ঘ দিন ব্রাত্য শ্রেয়সের সামনে সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে সুযোগ পাওয়ার। ভারত ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছিল তাঁকে। প্রথম টেস্টে খেলেছেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে হঠাৎ দল থেকে নিজেকে সরিয়ে নিলেন শ্রেয়স। কেন তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন তার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেই কারণেই শুরু হয়েছে বিতর্ক।
‘টাইমস অফ ইন্ডিয়া’-কে এক সূত্র এই খবর জানিয়েছে। সেই সূত্র বলেছে, “খেলা শুরুর আগে শ্রেয়স দল থেকে নাম সরিয়ে নিয়েছে। ও মুম্বই ফিরে যাচ্ছে। শ্রেয়স নির্বাচকদের জানিয়ে দিয়েছে যে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবে না। যদিও ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে ও।” শ্রেয়স কোনও কারণ দেখাননি। তবে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে দল ছেড়েছেন তিনি।
শ্রেয়সের এই মনোভাব কি ভাল ভাবে নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড? আগেও অবাধ্যতার কারণে শাস্তি পেতে হয়েছে শ্রেয়সকে। কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। এই পরিস্থিতিতে শ্রেয়সের এ হেন আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
শ্রেয়স না থাকায় ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন ধ্রুব জুরেল। আগের টেস্টে সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন তিনি। ব্যাট হাতেও ফর্মে রয়েছেন জুরেল। প্রথম টেস্টে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। মঙ্গলবার থেকে লখনউয়ের স্টেডিয়ামে শুরু হয়েছে চার দিনের এই টেস্ট।
ভারতের এক দিনের দলে নিয়মিত সদস্য হলেও টি-টোয়েন্টি ও টেস্টে ব্রাত্য শ্রেয়স। আইপিএলে ভাল খেলার পরেও এশিয়া কাপের দলে সুযোগ পাননি তিনি। নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, ১৫ জনের দলে জায়গা হচ্ছিল না বলে নেওয়া হয়নি শ্রেয়সকে।
এই পরিস্থিতিতে ভারতের লাল বলের ক্রিকেটে আবার ফেরার সুযোগ ছিল শ্রেয়সের। ২ অক্টোবর থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলতে নামবে ভারত। দলের মিডল অর্ডারে এখনও বিরাট কোহলির পরিবর্ত হিসাবে কেউ নিজের জায়গা পাকা করতে পারেননি। ফলে শ্রেয়সের সুযোগ ছিল ভারত ‘এ’ দলের হয়ে ভাল খেলে সেই দলে ঢোকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রান পাননি শ্রেয়স। দ্বিতীয় টেস্ট থেকে সরে দাঁড়ালেন। এর পরেও কি ভারতীয় দলে জায়গা হবে তাঁর? প্রশ্ন উঠছে।