ইমরান খান। —ফাইল চিত্র।
ক্রিকেট মাঠে ভারতকে কী করে পাকিস্তান হারাতে পারবে, জেলে বসেই তার উপায় বাতলে দিলেন ইমরান খান। তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি এবং পাক সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের ব্যাট হাতে ওপেন করতে নামা উচিত। তা হলেই পাকিস্তান হারাতে পারবে ভারতকে!
পর পর দুই রবিবার ভারতের কাছে পাকিস্তানের পর্যুদস্ত হওয়ার খবর পৌঁছেছে ইমরানের কাছে। পাকিস্তানের বিশ্বজয়ী আধিনায়কের বোন আলিমা খান এই খবর পৌঁছে দিয়েছেন। খোঁচা দিয়ে তাঁকেই ইমরান মজা করে পাকিস্তানের ব্যাটিংয়ের নতুন দুই ওপেনারের নাম বাতলে দেন।
সোমবার সাংবাদিকদের আলিমা বলেন, ইমরান প্রস্তাব দিয়েছেন, আর্মি চিফ জেনারেল মুনির এবং পিসিবির চেয়ারম্যান নকভির পাকিস্তানের হয়ে ওপেন করা উচিত। এখানেই থামেননি ইমরান। তিনি বলেন, ভারতকে হারাতে গেলে আম্পায়ার হিসাবে থাকতে হবে পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি কাজ়ি ফয়েজ ইশা এবং মুখ্যনির্বাচন আধিকারিক সিকান্দর সুলতান রাজাকে। ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি সরফরাজ দোগারকে তৃতীয় আম্পায়ার হিসাবে দেখতে চান ইমরান!
১৯৯২ সালের পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান মনে করেন, নকভির অযোগ্যতা এবং স্বজনপোষণই পাকিস্তান ক্রিকেটের দুর্দশার কারণ।
ইমরান মনে করেন, ২০২৪-এর নির্বাচনে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ভরাডুবির কারণ জেনারেল মুনির। তাঁর বিশ্বাস, প্রাক্তন প্রধান বিচারপতি ইশা এবং মুখ্যনির্বাচন আধিকারিক রাজার সাহায্যেই মুনির তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে ছিলেন। ২০২৩-এর অগস্ট থেকে ইমরান জেলবন্দি।