বাংলাদেশ ম্যাচে প্রতিকা রাওয়ালের চোট পাওয়ার সেই মুহূর্ত। ছবি: এক্স।
আশঙ্কাই সত্যি হল। বৃহস্পতিবার মহিলাদের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিকা রাওয়ালকে পাবে না ভারত। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় পায়ে চোট পেয়েছিলেন প্রতিকা। সেই চোট বাকি বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে তাঁকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য প্রতিকার না খেলা নিয়ে কিছু বলেনি। কিন্তু সংবাদ সংস্থা পিটিআই-কে বোর্ডের এক আধিকারিক বলেছেন, “যে ভাবে প্রতিকা চোট পেয়েছে, তাতে এটা পরিষ্কার যে নক আউটে ওকে পাওয়া যাবে না। এটা খুবই দুর্ভাগ্যজনক।” যদিও ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর বাংলাদেশ ম্যাচ ভেস্তে যাওয়ার পর জানিয়েছিলেন, তাঁরা আশাবাদী যে, প্রতিকা সুস্থ হয়ে উঠবেন। তবে বোর্ডের আধিকারিক সেই আশায় জল ঢেলে দিয়েছেন।
বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় প্রতিকার ডান পায়ের গোড়ালি মচকে যায়। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে বেশ কয়েক জন ভারতীয় ক্রিকেটার সেখানে ছুটে যান। প্রতিকার চোট খতিয়ে দেখেন দলের ফিজিয়ো। স্ট্রেচার নিয়ে যাওয়া হয়। যদিও খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়়েন তিনি। আর নামেননি। প্রতিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে চিকিৎসকেরা তাঁকে জানাবেন, সুস্থ হতে কত দিন লাগবে প্রতিকার।
বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন প্রতিকা। ছ’টি ইনিংসে ৫১.৩৩ গড়ে ৩০৮ রান করেছেন তিনি। তার মধ্যে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে নিজের প্রথম শতরানও করেছিলেন এই ডানহাতি ওপেনার। চলতি বছর মন্ধানা-প্রতিকা জুটি মহিলাদের ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড গড়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিকা দলের বড় ভরসা ছিলেন। সেই তাঁকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাবেন না হরমনপ্রীতেরা।