Women's ODI World Cup 2025

অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠেই রবিবারের ফাইনালের পরিকল্পনা শুরু ভারতের, জানিয়ে দিলেন অধিনায়ক হরমনপ্রীত

অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েছে ভারত। এ বার ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এখন থেকেই ফাইনালের পরিকল্পনা শুরু করে দিয়েছেন হরমনপ্রীত কৌরেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০০:২৫
Share:

হরমনপ্রীত কৌরের উল্লাস। ছবি: পিটিআই।

সময় নষ্ট করতে চাইছে না ভারত। তাই তো মহিলাদের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনাল জিতেই ফাইনালের পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা। নবি মুম্বইয়ের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে এমনটাই বললেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।

Advertisement

খেলা শেষে হরমনপ্রীত জানান, এ বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছু ভাবছেন না তাঁরা। অধিনায়ক বলেন, “আর একটা ম্যাচ বাকি। আমরা আজ ভাল খেলেছি। কিন্তু এখন থেকেই ফাইনালের পরিকল্পনা শুরু করে দিয়েছি। এটা দেখেই বোঝা যাচ্ছে, সকলে বিশ্বকাপ জিততে কতটা মরিয়া। দেশের মাটিতে বিশ্বকাপ জেতার অনুভূতি অন্য রকম। সেই অনুভূতি আমরা সমর্থকদের দিতে চাই। একটা ম্যাচ বাকি। সেখানে নিজেদের সেরাটা দেব।”

রান তাড়া করতে নেমে জেমাইমা রদ্রিগেজ়ের সঙ্গে তাঁর জুটি দলকে জয়ের পথে নিয়ে গিয়েছে। নিজে ৮৯ রান করে আউট হয়েছেন। জেমাইমা ১২৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। একসঙ্গে ব্যাট করার সময় হিসাব করে খেলছিলেন তাঁরা। হরমনপ্রীত বলেন, “জেমাইমা সব সময় হিসাব করে খেলে। এই ম্যাচেও করেছে। আমাদের একে অপরের উপর ভরসা ছিল। আমরা হিসাব করছিলাম। ও বার এসে বলছিল, ৫ রান হয়েছে বা ৭ রান হয়েছে বা দু’বল বাকি আছে। দেখে মনে হচ্ছিল, গণিতজ্ঞের সঙ্গে ব্যাট করছি। যে ভাবে ও চাপ সামলে খেলল, তার কোনও তুলনা হয় না।”

Advertisement

এ বারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬০ বলে ৬২ রান করতে পারেনি ভারত। হারতে হয়েছিল। এই ম্যাচে যাতে সেই ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক ছিলেন হরমনপ্রীত। একই ভুল তিনি করতে চাননি। হরমনপ্রীত বলেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরেছিলাম। সেই ম্যাচে ঝুঁকি নিইনি। ফলে শেষ দিকে চাপ বেড়ে গিয়েছিল। এই ম্যাচে তাই মাঝে মাঝে ঝুঁকি নিচ্ছিলাম। চাইনি শেষ দিকে অনেক রান বাকি থাকুক। সেটা কাজে লেগেছে।” হরমন আরও বলেন, “হতে পারে এটা ৫০ ওভারের খেলা, কিন্তু শেষ ৫ ওভারে সব হিসাব করতে হয়। তাই আমরা চেয়েছিলাম, ৫০ ওভারের মধ্যে খেলা শেষ করতে। তার জন্য ঝুঁকি নিতে হত। সকলেই সেটা নিয়েছে। তাই অস্ট্রেলিয়া ম্যাচে ফিরতে পারেনি।”

খেলা শেষে কোচ অমল মুজুমদারকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন হরমনপ্রীত। কোচ-অধিনায়কের জুটিতে সাফল্যের একেবারে কাছে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। কোচের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানিয়েছেন অধিনায়ক। হরমনপ্রীত বলেন, “আমরা খুব পরিশ্রম করেছি। দলকে এই জায়গায় আনতে খাটতে হয়েছে। তাই ম্যাচ জেতার পর দু’জনে মিলে উল্লাস করেছি। এই দলকে নিয়ে আমরা গর্বিত। জানি, কিছু ভুল করেছি। সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি। এই ম্যাচে সেটা দেখা গিয়েছে।”

এই সাফল্যের কৃতিত্ব সমর্থকদেরও দিয়েছেন হরমনপ্রীত। ভারত অধিনায়ক জানিয়েছেন, মাঝে যখন হারছিলেন, তখনও সকলে তাঁদের পাশে ছিলেন। তাঁদের উদ্বুদ্ধ করছিলেন। লড়াইয়ের শক্তি দিচ্ছিলেন। তাই রবিবার বিশ্বকাপ জিতে সমর্থকদের প্রতিদান দিতে চান হরমনপ্রীতেরা। সেমিফাইনাল জিতেই সেটা জানিয়ে দিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement