Harmanpreet Kaur After Winning World Cup 2025

বোধ হওয়ার পর থেকেই হাতে ব‍্যাট দেখেছি, স্বপ্ন দেখেছি কবে এই নীল জার্সিটা পরে খেলব, বললেন বিশ্বজয়ী অধিনায়ক হরমনপ্রীত

বিশ্বকাপ জেতার পর মহেন্দ্র সিংহ ধোনির মতো ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’র সামনে ট্রফি নিয়ে ফোটোশ্যুট করেছেন হরমনপ্রীত কৌর। নিজের অনুভূতি জানিয়েছেন ভারত অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৪:২৬
Share:

বিশ্বকাপ ট্রফি হাতে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে হরমনপ্রীত কৌর। ছবি: এক্স।

ছোট থেকে এই দিনটির অপেক্ষা করেছেন তিনি। স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন এত দিনে সত্যি হয়েছে। বিশ্বকাপ জেতার পর মহেন্দ্র সিংহ ধোনির মতো ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’র সামনে ট্রফি নিয়ে ফোটোশ্যুট করেছেন হরমনপ্রীত কৌর। ফোটোশ্যুটের পাশাপাশি নিজের অনুভূতি জানিয়েছেন ভারত অধিনায়ক।

Advertisement

হরমনপ্রীতের একটি ভিডিয়ো দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে দেখা যাচ্ছে, একটি গাড়িতে চেপে কোথাও যাচ্ছেন তিনি। গাড়িতে বসেই হরমন বলেন, “আজ কোথায় যাচ্ছি? জীবনের কিছু বিশেষ মুহূর্ত উপভোগ করতে যাচ্ছি। এত দিন ধরে তার স্বপ্ন দেখেছি। জেতার পরে ট্রফি নিয়ে ফোটোশ্যুট করব। এত বছর ধরে এই স্বপ্নটা দেখেছি। আজ সেই স্বপ্ন সত্যি হবে।”

তার পরেই দেখা যায়, গাড়ি থেকে নেমে ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’র সামনে ফোটোশ্যুট করছেন তিনি। ২০১১ সালে ঠিক এই জায়গায় ফোটোশ্যুট করেছিলেন ধোনি। ১৪ বছর পরে আবার এক বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ককে সেখানে দেখা গেল।

Advertisement

নিজের ছোটবেলার কথা শোনা গিয়েছে হরমনপ্রীতের মুখে। তিনি জানিয়েছেন, ক্রিকেট নিয়েই বড় হয়েছেন। হরমনপ্রীত বলেন, “যে দিন থেকে বোধ হয়েছে, সে দিন থেকে হাতে ব্যাট দেখেছি। মনে আছে, বাবার কিট ব্যাগ থেকে ব্যাট নিয়ে খেলতাম। সেটা অনেক বড় ছিল। বাবা কেটে ছোট করে দিয়েছিল। সেটা নিয়ে টেলিভিশনের সামনে বসে খেলা দেখতাম।” মহিলাদের ক্রিকেট কী, সেটা তখনও জানতেন না হরমনপ্রীত। কিন্তু ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। অধিনায়ক বলেন, “তখন জানতামও না যে, মহিলাদের ক্রিকেট কেমন। কিন্তু নীল জার্সিটা পরার স্বপ্ন দেখতাম। তাই এটা আমার কাছে বিশেষ মুহূর্ত।”

এত পরিশ্রমের পর স্বপ্ন সত্যি হয়েছে হরমনপ্রীতের। সেই বার্তাই সকলকে দিয়েছেন তিনি। হরমনপ্রীত বলেন, “সকলকে বলব, স্বপ্ন দেখা ছেড়ো না। কেউ জানে না, ভাগ্য কবে কাকে কোথায় নিয়ে যায়। কী ভাবে হবে, কবে হবে, কেউ জানে না। কিন্তু স্বপ্ন দেখলে এক দিন তা সত্যি হবে। নিজের উপর বিশ্বাস রাখো। সাফল্য আসবেই।”

২০১৭ সালেও বিশ্বকাপ জেতার সুযোগ পেয়েছিল ভারত। সে বার অল্পের জন্য তা হাতছাড়া হয়েছিল। তার পরেও যে সমর্থন তাঁরা পেয়েছিলেন সেই কথা মনে আছে হরমনের। তিনি বলেন, “২০১৭ সালে মাত্র ৯ রানে হেরেছিলাম। ফাইনাল আমাদের হাতে ছিল। সেখান থেকে কী ভাবে হেরেছিলাম এখনও জানি না। খুব কষ্ট হয়েছিল। কিন্তু দেশে ফেরার পর যে সমর্থন পেয়েছিলাম তা অবাক করেছিল।” সেই কারণেই এ বার আর সুযোগ হারাতে চাননি হরমনপ্রীত। ভারত অধিনায়ক বলেন, “যে দিন থেকে ক্রিকেট দেখা আর খেলা শুরু করেছি, সে দিন থেকে স্বপ্ন দেখেছি বিশ্বকাপ জেতার। এ বারের বিশ্বকাপের আগে বলেছিলাম, এ বার আর সুযোগ হারাতে চাই না। মন থেকে বলেছিলাম। ঈশ্বর তা শুনেছেন।”

বিশ্বকাপ জিতে সমর্থকদের ধন্যবাদ দিয়েছিলেন হরমনপ্রীত। আরও এক বার সেই কথা শোনা গিয়েছে তাঁর মুখে। হরমনপ্রীত বলেন, “গোটা দেশ এই দিনটার অপেক্ষায় ছিল। সকলের আশীর্বাদে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি। আমরা একাই মাঠে খেলিনি। গোটা দেশে আমাদের সঙ্গে খেলেছে। যাঁরা স্টেডিয়ামে ছিলেন, যাঁরা টেলিভিশনে খেলা দেখেছেন তাঁরাও আমাদের সঙ্গে খেলেছেন।”

বিশ্বকাপ জেতার পর রাতে বেশি ক্ষণ ঘুম হয়নি হরমনপ্রীতের। তাতে কোনও সমস্যা হচ্ছে না তাঁর। আসলে স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে সব কষ্ট দূর হয়ে যাচ্ছে। হরমনপ্রীত বলেন, “তিন-চার ঘণ্টা ঘুমিয়েও খুব তরতাজা লাগছে। এটা সাধারণত হয় না। আট-ন’ঘণ্টার ঘুম আমার দরকার। আসলে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে অন্য কোনও কষ্টের অনুভূতি হচ্ছে না। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিটা মুহূর্ত উপভোগ করছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement