রোহিত শর্মা। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত। আরও একটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠলেন অধিনায়ক রোহিত শর্মা। সেই সঙ্গে নজির গড়লেন তিনি। রোহিত ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি, রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়দের।
রোহিতই একমাত্র অধিনায়ক যিনি আইসিসির চারটি প্রতিযোগিতারই ফাইনালে উঠেছেন। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। সে বছরই এক দিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছিল তারা। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ভারত। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল দল। এই চার বারই ভারতের অধিনায়কের নাম রোহিত শর্মা। তিনি ছাড়া বিশ্বের আর কোনও অধিনায়কের এই নজির নেই।
চার বার ফাইনালে উঠলেও রোহিত এখনও পর্যন্ত জিতেছেন একটি। গত বছর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে রোহিতকে। এখন দেখার রবিবারের ফাইনালে রোহিত জিততে পারেন কি না।
রোহিত ছাড়া আরও দুই অধিনায়ক চার বার করে আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। ধোনি ও পন্টিং। তবে তাঁরা কেউ আইসিসির চারটি প্রতিযোগিতারই ফাইনালে উঠতে পারেননি। ভারতের অধিনায়ক হিসাবে ধোনি ২০০৭ ও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের এক দিনের বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিলেন। তার মধ্যে ২০০৭, ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। হারতে হয়েছিল ২০১৪ সালের ফাইনালে। অন্য দিকে পন্টিং অস্ট্রেলিয়াকে ২০০৩ ও ২০০৭ সালের এক দিনের বিশ্বকাপ এবং ২০০৬ ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তুলেছিলেন। চার বারই তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন।
ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক সৌরভ ২০০০ ও ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০০৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে দলকে তুলেছিলেন। ২০০২ ছাড়া বাকি দু’টি ফাইনাল হেরেছিলেন তিনি। নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনও দলকে তিন বার ফাইনালে তুলেছিলেন। ২০১৯ সালের এক দিনের বিশ্বকাপ, ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল নিউ জ়িল্যান্ড। তার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া বাকি দু’টি ফাইনাল হারতে হয়েছিল তাদের।