Shubman Gill in India Vs England Series

শুভমনের আধ ডজন গপ্পো! ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬৯ রানের ইনিংসে ৬ রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক

এজবাস্টনে ২৬৯ রানের ইনিংস খেললেন শুভমন গিল। এই ইনিংসের পথে আধ ডজন রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক। সকলকে ছাপিয়ে গিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২১:৫২
Share:

দ্বিশতরানের পর উল্লাস শুভমন গিলের। ছবি: রয়টার্স।

শুভমন গিলের ইনিংস যত এগোল, তত রেকর্ড ভাঙল। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে একের পর এক নজির গড়লেন ভারত অধিনায়ক। ছাপিয়ে গেলেন সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের। তাঁর ২৬৯ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৮৭ রান করল ভারত। ১৮ বছর পর আবার ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক ইনিংসে ৫০০ রানের বেশি করল ভারত।

Advertisement

শুভমনের আধ ডজন রেকর্ড:

ভারতীয় অধিনায়ক হিসাবে টেস্টে সর্বাধিক রান

Advertisement

ভারতীয় অধিনায়কদের মধ্যে টেস্টে সর্বাধিক রানের ইনিংস খেললেন শুভমন। এর আগে সেই রেকর্ড ছিল কোহলির দখলে। তিনি ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৫৪ রান করেছিলেন। তার আগের দুটো রানও কোহলির। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৪৩ ও ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৫ রান করেছিলেন তিনি। কোহলিকে ছাপিয়ে ২৬৯ রান করলেন শুভমন।

প্রথম এশীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডে দ্বিশতরান

শুভমনই এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম অধিনায়ক যিনি ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরান করেছেন। এর আগে শ্রীলঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশান ইংল্যান্ডের মাটিতে ১৯৩ রান করেছিলেন। এশীয় অধিনায়কদের মধ্যে সেটাই ছিল সর্বাধিক। তা ভাঙলেন ভারত অধিনায়ক।

বিশ্বের ষষ্ঠ অধিনায়ক হিসাবে এই কীর্তি করেছেন শুভমন। শেষ বার ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসাবে দ্বিশতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ। ২০০৩ সালে লর্ডসে। ২২ বছর পর শুভমন আবার তা করলেন। একবিংশ শতকে তাঁরাই দুই অধিনায়ক যাঁরা ইংল্যান্ডের মাটিতে শতরান করেছেন।

ইংল্যান্ডের মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান

ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করলেন শুভমন। এত দিন সেই রেকর্ড ছিল সুনীল গাওস্করের দখলে। ১৯৭৯ সালে ওভালে ২২১ রান করেছিলেন তিনি। ৪৬ বছর পুরনো রেকর্ড ভেঙেছেন শুভমন। তালিকায় তিন নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড়। ২০০২ সালে ওভালে ২১৭ রান করেছিলেন তিনি।

এশিয়ার বাইরে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান

এশিয়ার বাইরে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেছেন শুভমন। এত দিন এই রেকর্ড ছিল সচিনের দখলে। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে ২৪১ রান করেছিলেন তিনি। ২১ বছর পর এজবাস্টনে ভাঙল সেই রেকর্ড।

সর্বকনিষ্ঠ হিসাবে টেস্ট ও এক দিনের ক্রিকেটে দ্বিশতরান

শুভমন বিশ্বের পঞ্চম ক্রিকেটার যিনি টেস্ট ও এক দিনের ক্রিকেটে দ্বিশতরান করেছেন। বাকিরা হলেন সচিন, বীরেন্দ্র সহবাগ, ক্রিস গেইল ও রোহিত শর্মা। তবে সর্বকনিষ্ঠ (২৫ বছর ২৯৮ দিন) হিসাবে এই রেকর্ড গড়েছেন শুভমন।

সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসাবে টেস্টে দ্বিশতরান

ভারতের অধিনায়ক হিসাবে সবচেয়ে কম বয়সে দ্বিশতরানের তালিকায় দ্বিতীয় স্থানে শুভমন। ২৫ বছর ২৯৮ দিন বয়সে এই কীর্তি করেছেন তিনি। এই রেকর্ড রয়েছে মনসুর আলি খান পটৌদীর দখলে। ২৩ বছর ৩৯ দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধেই শতরান করেছিলেন তিনি। তবে সেটা ছিল দিল্লির মাঠে। শুভমন করেছেন ইংল্যান্ডের মাটিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement