India vs England 2025

বার্মিংহ্যামে গিয়ে ‘গুন্ডাবাজি’ শুভমনের! সঙ্গে নিলেন দুই সতীর্থকে

দ্বিতীয় টেস্টের আগে কিছুটা সময় পেয়ে গিয়েছেন শুভমন গিলেরা। তাই প্রস্তুতি শুরু করার আগে বার্মিংহ্যামে ঘুরছে দল। ফুরফুরে মেজাজেই রয়েছেন শুভমনেরা। সেখানেই গুন্ডা সাজলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১১:০৮
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

বার্মিংহ্যামে ভারতীয় দল পৌঁছে গিয়েছিল বুধবার। সেখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। ২ জুলাই থেকে শুরু হবে ম্যাচ। তার আগে কিছুটা সময় পেয়ে গিয়েছেন শুভমন গিলেরা। তাই প্রস্তুতি শুরু করার আগে বার্মিংহ্যামে ঘুরছে দল। ফুরফুরে মেজাজেই রয়েছেন শুভমনেরা। সেখানে গুন্ডা সাজলেন ভারতীয় দলের তিন ক্রিকেটার।

Advertisement

সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন শুভমন। সেখানে তাঁর সঙ্গে অর্শদীপ সিংহ এবং মহম্মদ সিরাজও রয়েছেন। তাঁরা ‘পিকি ব্লাইন্ডার্স’ নামে একটি গুন্ডা দলের পোস্টারের মাঝে নিজেদের মুখ রেখে ছবি তুলেছেন। বার্মিংহ্যামের ‘পিকি ব্লাইন্ডার্স’ দলটি ১৮৮০ থেকে ১৯২০ সাল পর্যন্ত চর্চার কেন্দ্রে ছিল। অল্পবয়সি কিছু গুন্ডা সেই দল চালাত। এই দলের গল্প এতটাই জনপ্রিয় হয় যে, পরবর্তী সময়ে তাদের নিয়ে ছবিও তৈরি হয়। শুভমন সেই দলের সঙ্গে মিল রেখে নিজেদের নাম দিয়েছেন, ‘চিকি ব্লাইন্ডার্স’। সমাজমাধ্যমে এমনটাই লিখেছেন তিনি।

প্রথম টেস্টে ১৪৭ রান করেন শুভমন। শতরান করেন লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়ালও। ঋষভ পন্থ দু’টি ইনিংসেই শতরান করেন। যদিও তার পরেও ম্যাচ হারতে হয় ভারতকে। ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। লোয়ার অর্ডার ব্যাটারেরা রান না পাওয়ায় সমস্যা হয়ে যায় ভারতের। বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ ছাড়া বাকিরাও সে ভাবে প্রভাব দেখাতে পারেননি। দ্বিতীয় টেস্টে সেই সব ভুল শুধরে নিয়ে মাঠে নামতে চাইবে ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement