Gautam Gambhir Creates Record

কোচ, ক্রিকেটার হিসেবে আইসিসি ট্রফি গম্ভীরের! আরও চার জনের রয়েছে এই কীর্তি, তাঁরা কারা

নিউ জ়িল্যান্ডকে হারিয়ে আইসিসি ট্রফি জিতেছে ভারত। এই জয়ের পর গৌতম গম্ভীরও নজির গড়েছেন। রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১২:৩১
Share:

চ্যাম্পিয়ন হয়ে হাসি ফুটেছে গৌতম গম্ভীরের মুখে। ছবি: পিটিআই।

কোচ হিসাবে নিজের প্রথম আইসিসি প্রতিযোগিতায় সফল গৌতম গম্ভীর। রবিবার দুবাইয়ে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এই জয়ের পর নজির গড়েছেন গম্ভীরও। ভারতের প্রাক্তন ক্রিকেটার ও কোচ রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলিয়েছেন তিনি।

Advertisement

ক্রিকেটার ও কোচ হিসাবে আইসিসি ট্রফি জেতার নজির গড়েছেন গম্ভীর। ক্রিকেটার হিসাবে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের এক দিনের বিশ্বকাপ জিতেছিলেন গম্ভীর। এ বার ভারতের কোচ হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেন তিনি। কোচিং কেরিয়ারের শুরুটা ভাল হয়নি গম্ভীরের। দেশের মাটিতে নিউ জ়িল্যান্ডের কাছে চুনকাম ও অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর সিরিজ়ে হারের পর গম্ভীরের সমালোচনা শুরু হয়েছিল। চাকরি বাঁচানো কঠিন হয়ে পড়েছিল তাঁর। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিজের জায়গা পাকা করে পেলেছেন তিনি।

এর আগে ভারতের আর এক কোচ দ্রাবিড়ও একই কীর্তি করেছিলেন। ২০০২ সালে ক্রিকেটার হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন তিনি। সে বার ভারত ও শ্রীলঙ্কাকে যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়েছিল। ২০২৪ সালে কোচ হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন দ্রাবিড়।

Advertisement

গম্ভীর ও দ্রাবিড় ছাড়া আরও তিন জনের এই কীর্তি রয়েছে। ১৯৯৯ ও ২০০৩ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসাবে এক দিনের বিশ্বকাপ জিতেছিলেন ড্যারেন লেহম্যান। পরে ২০১৫ সালে অস্ট্রেলিয়ার কোচ হিসাবে এক দিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন লেহম্যান। অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন ক্রিকেটার জিয়ফ মার্শ ১৯৮৭ সালে খেলোয়াড় ও ১৯৯৯ সালে কোচ হিসাবে এক দিনের বিশ্বকাপ জিতেছিলেন।

তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার গ্যারি কার্স্টেনও। ১৯৯৮ সালে ক্রিকেটার হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি (তখন বলা হত আইসিসি নকআউট প্রতিযোগিতা) জিতেছিলেন তিনি। পরে ২০১১ সালে ভারতের কোচ হিসাবে এক দিনের বিশ্বকাপ জিতেছিলেন কার্স্টেন। সেই তালিকাতেই ঢুকলেন গম্ভীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement