Gautam Gambhir's Heated Exchange With Oval Groundstaffs

ওভাল টেস্টের আগে তুমুল বিতর্ক! মাঠকর্মীদের সঙ্গে আঙুল উঁচিয়ে বাগ্‌বিতণ্ডা গম্ভীরের, ভারতের কোচের বিরুদ্ধে অভিযোগ দায়েরের হুমকি

পঞ্চম টেস্টের আগে ওভালে প্রথম অনুশীলন করতে নেমেছিল ভারতীয় দল। সেখানেই গম্ভীরের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় মাঠকর্মীদের। সহকারী কোচেরা সামলান গম্ভীরকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৫:২৬
Share:

(বাঁ দিকে) অনুশীলনের মাঝে বিরক্ত গম্ভীর। ওভালের মাঠকর্মীর সঙ্গে আঙুল উঁচিয়ে ঝগড়া গম্ভীরের (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের উত্তাপ সবচেয়ে বেশি বাড়ল শেষ টেস্টের আগে। ওভালে খেলা শুরু হওয়ার দু’দিন আগে বিতর্কে জড়ালেন গৌতম গম্ভীর। মাঠকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে তাঁর। কোনও রকমে পরিস্থিতি সামলান সীতাংশু কোটাক-সহ ভারতের বাকি সহকারী কোচেরা। গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের হুমকি দিয়েছেন মাঠকর্মীরা।

Advertisement

মঙ্গলবার ওভালে প্রথম অনুশীলন ছিল ভারতের। জানা গিয়েছে, মাঠে যাওয়ার পর সেখানকার ব্যবস্থা দেখে খুশি হতে পারেননি গম্ভীর। মাঠকর্মীদের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। কিছু ক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রেগে যান গম্ভীর। আঙুল উঁচিয়ে কথা বলা শুরু করেন তিনি। বার বার চিৎকার করে তাঁকে বলতে শোনা যায়, “আমাদের কী করতে হবে সেটা আপনারা বলতে পারেন না।”

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে সেখানে ছুটে আসেন সীতাংশু কোটাক-সহ ভারতের বাকি সহকারী কোচেরা। তাঁরা গম্ভীরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। জানা গিয়েছে, ওভালের মাঠকর্মীরা হুমকি দিয়েছেন যে, গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন তাঁরা। তাতেও নিজের অবস্থান থেকে সরেননি গম্ভীর। তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, “আপনারা গিয়ে যা খুশি করতে পারেন। কিন্তু আমরা কী করব সেটা বলতে পারেন না।”

Advertisement

গম্ভীর ঠিক কোন কোন ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ তা জানা যায়নি। বার বার ‘আমরা কী করব সেটা বলতে পারেন না’, এই কথার মাধ্যমে তিনি মাঠকর্মীদের কী বলতে চেয়েছেন তা-ও প্রকাশ্যে আসেনি। তবে এ টুকু বোঝা গিয়েছে, কোনও বিষয়ে মাঠকর্মীরা তাঁকে কিছু নির্দেশ দিয়েছেন। তাতেই ক্ষেপে গিয়েছেন গম্ভীর। ফলে প্রকাশ্যেই বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন তিনি।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের উত্তাপ ধীরে ধীরে বেড়েছে। লর্ডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ করেন শুভমন গিলেরা। তার পর চতুর্থ টেস্টে বেন স্টোকসের ড্রয়ের প্রস্তাব ভারতীয় দল নাকচ করে দেওয়ায় উত্তাপ আরও বাড়ে। কিন্তু সে সবই ঘটেছিল ম্যাচের মাঝে। এ বার খেলা শুরু হওয়ার দু’দিন আগেই বিতর্ক হল।

এই সিরিজ়ের ফয়সালা এখনও হয়নি। ইংল্যান্ডের সিরিজ় জেতার সুযোগ রয়েছে। ভারতও এই সিরিজ় ড্র করতে পারে। সবটাই নির্ভর করছে শেষ টেস্টের উপর। তাই দু’দলই ওভালে জিততে মরিয়া। সেই কারণেই হয়তো মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি গম্ভীর। মাঠকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছেন। এর ঘটনার জল কত দূর গড়ায় সে দিকে নজর রয়েছে সকলের।

মেজাজ হারিয়ে বিতর্কে জড়ানোর ঘটনা গম্ভীরের কেরিয়ারে কম নেই। খেলোয়াড় জীবনে পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও কামরান আকমলের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। পরে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন মাঠেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলির সঙ্গে বিবাদ হয়েছিল তাঁর। তার জন্য শাস্তিও পেতে হয়েছিল গম্ভীরকে। এখন তিনি ভারতীয় দলের কোচ। তার পরেও দলের জন্য প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়লেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement