Gautam Gambhir in Lord's Balcony

শ্রীকান্ত-সৌরভের পর গম্ভীর! লর্ডসের ব্যালকনিতে উত্তেজনা, উইকেট পড়তেই কী কাণ্ড ঘটালেন কোচ?

লর্ডসে চতুর্থ দিন ভারত-ইংল্যান্ড ম্যাচের উত্তাপ দেখা গেল গৌতম গম্ভীরের মধ্যেও। লর্ডসের ব্যালকনিতে বসে উত্তেজিত হয়ে পড়লেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১২:১০
Share:

গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

গৌতম গম্ভীরও শান্ত থাকতে পারলেন না। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের উত্তাপ দেখা গেল ভারতীয় দলের কোচের মধ্যেও। লর্ডসের ব্যালকনিতে বসে উত্তেজিত হয়ে পড়লেন তিনি।

Advertisement

ঘটনাটি ঘটে চতুর্থ দিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন। তখন ব্যাট করছিলেন জো রুট ও বেন স্টোকস। তাঁদের আউট করার সবরকম চেষ্টা করছিলেন ভারতীয় বোলারেরা। বেশ কয়েক বার সুযোগও তৈরি হয়েছিল। মহম্মদ সিরাজের একটা বল রুটের প্যাডে লাগে। আম্পায়ার আউট দেননি। পরে রিভিউতে দেখা যায় ‘আম্পায়ার্স কল’-এ বেঁচে গিয়েছেন রুট। দুই ব্যাটার জুটি বাঁধায় ভারতের উপর চাপ বাড়ছিল।

শেষ পর্যন্ত জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। তাঁর একটা বল সুইপ মারতে গিয়ে বোল্ড হন রুট। ৪০ রানের মাথায় ইংল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার আউট হওয়ার পর গম্ভীর শান্ত হয়ে বসে থাকতে পারেননি। গ্যালারিতে উত্তেজিত হয়ে দুটো শব্দ (লেখার অযোগ্য) বলেন তিনি। ক্যামেরায় তা স্পষ্ট ধরা পড়ে। গম্ভীরের পাশে বসে থাকা মর্নি মর্কেল তাঁকে জড়িয়ে ধরেন। তাঁদের দেখে বোঝা যাচ্ছিল, এই উইকেটের গুরুত্ব তাঁদের কাছে কতটা বেশি।

Advertisement

ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে গম্ভীরকে মাঠে খুব কম ক্ষেত্রেই উত্তেজিত দেখিয়েছে। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ় চলাকালীন এক বার উত্তেজিত হয়েছিলেন তিনি। আবার অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফিতে মেলবোর্নে ভারত ফলো-অন বাঁচানোর পর গম্ভীরকে উত্তেজিত দেখিয়েছিল। সেই উত্তেজনা আরও এক বার দেখা গেল ইংল্যান্ডে।

লর্ডসের এই ব্যালকনি ভারতীয় ক্রিকেটের অনেক বিখ্যাত ঘটনার সাক্ষী। ১৯৮৩ সালের বিশ্বকাপ জিতে এই ব্যালকনিতে দাঁড়িয়ে ধূমপান করেছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পরে সেখানেই জার্সি খুলে তা ঘুরিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই গ্যালারিতেই আরও একটা ঘটনার জন্ম দিলেন গম্ভীর। তারও সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement